পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

সংলাপের দরজা খোলা: কাদের

Posted on May 12, 2013 | in রাজনীতি | by

kader.ঢাকা: বিরোধী দলের সঙ্গে সরকারের সংলাপ বিষয়ে যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, “সরকারের পক্ষ থেকে সংলাপের দরজা খোলা রয়েছে। সংলাপের পরিবেশ নেই বলা হচ্ছে।এটা তাদের মনের দূরভিসন্ধি। পরিবেশ নেই, এটা নতুন শুনছি। আসলে পরিবেশ নেই তাদের মনে।”

রোববার রাজধানীর সড়ক ও জনপথ ভবনের সভাকক্ষে মন্ত্রণালয়ের সার্বিক পর্যালোচনা সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন।
মন্ত্রী বলেন, “সরকারের পক্ষ থেকে সংলাপের দরজা সর্বদা খোলা। তারা বলে সংসদে যাওয়ার পরিবেশ নেই। এখন বলছে সংলাপের পরিবেশ নেই। এসব বলা দূরভিসন্ধি ছাড়া কিছুই নয়। আসলে পরিবেশ নেই তাদের মনে।”
কাদের বলেন, “আমাদের একটা নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য নির্বাচন দরকার। সরকারের গত সাড়ে চার বছর কেটেছে হরতাল ও অবরোধে। তারা সহিংস আচরণ দিয়ে গত সাড়ে চার বছরে যাতে কিছু করতে পারেনি। আগামী চার মাসে সহিংস হয়ে আর কী হবে?”
যোগাযোগমন্ত্রী বলেন, “আমাদের দেশের রাজনীতিতে যা চলছে বিশ্বের কোথাও তা নেই। তারা হরতাল ডেকে ঘুমাচ্ছেন। আর হরতালে পিকেটিং করার জন্য শিশুদের ব্যবহার করছেন। শিশুদের দারিদ্র্যের সুযোগ নিয়ে যারা এটা করছেন। তাদের কাছে আমার প্রশ্ন আপনাদের শিশুদের কী আপনারা এভাবে ব্যবহার করবেন? রাজনীতি করাবেন।”

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud