পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

সংলাপের জন্য যে কোন ভূমিকা রাখতে প্রস্তুত

Posted on May 19, 2013 | in জতীয় সংসদ | by

Speaker-shirin-bg220130519033024

ঢাকা: জাতীয় সংসদের বাজেট অধিবেশনে বিরোধী দলের যোগদানকে ইতিবাচক হিসেবে দেখছেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।   রাজনৈতিক সংকট মোকাবেলায় বিরোধী দলের সংসদে যোগ দেওয়া এবং সংলাপের জন্য আলোচনা প্রশ্নেও স্পিকার প্রস্তুত রয়েছেন।

রোববার দুপুরে জাতীয় সংসদে পার্লামেন্ট জার্নালিস্টদের সঙ্গে মতবিনিময় সভায় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এ অভিমত দেন।   তিনি বলেন, “সংসদীয় গণতন্ত্রে সরকারি ও বিরোধী দল মূল ক্রীড়ানক। যে কোন আলোচনায় বিরোধী দল আহবান জানালে আমি স্পিকার হিসেবে ভূমিকা রাখতে প্রস্তুত।”

আলোচনার জন্য সংসদে সবাই (সরকারি দল ও বিরোধী দল) সমভাবে আসতে পারবেন বলেও উল্লেখ করেন স্পিকার।  রাজনৈতিক পরিস্থিতিতে সংসদের বাইরেও সংলাপ করার বিষয়ে স্পিকার হিসেবে ভূমিকা রাখবেন কি না- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, “গণতন্ত্র শক্তিশালী করতে প্রয়োজনে যে কোন ভূমিকা রাখতে প্রস্তুত।”

বাজেট অধিবেশনে বিএনপি যোগদান করছে, নতুন স্পিকার হিসেবে চলমান রানৈতিক পরিস্থিতিতে সংসদ পরিচালনা চ্যালেঞ্জ কিংবা চাপ কি না এমন প্রশ্নের জবাবে ড. শিরীন শারমিন বলেন, “এটাকে কোন ধরনের চাপ মনে করছি না।

সংসদ চলবে কার্য প্রণালী বিধি অনুযায়ী। অভিজ্ঞ সংসদ সদস্য সংসদের অলংকার। সবার উপস্থিতি সংসদের সৌন্দর্যও বাড়াবে।” সংসদে যোগ দেওয়ার বিষয়ে বিরোধী দলের সঙ্গে আলোচনার প্রশ্নে স্পিকার বলেন, “যেকোন সময় সংসদ সদস্যদের সঙ্গে স্পিকার হিসেবে কথা বলতে পারি।”

বাজেট অধিবেশনে বিরোধী দলের অংশগ্রহণকে ইতিবাচক উল্লেখ করে স্পিকার বলেন, “আমি বিরোধী দলের প্রতি অব্যাহতভাবে আহবান জানিয়ে আসছি। পত্রিকায় দেখেছি তারা বাজেট অধিবেশনে যোগ দিচ্ছেন। এটি ইতিবাচক। আমি তাদের স্বাগত ও সাধুবাদ জানাই।”

বিরোধী দল বাজেট পাসে তাদের মতামত দেবেন বলেও আশা প্রকাশ করেন ড. শিরীন শারমিন।

সংসদ পরিচালনায় গণমাধ্যমের সহযোগিতা প্রত্যাশা করে তিনি বলেন, “আপনাদের মাধ্যমে সংসদের কার্যক্রম জনগণের কাছে পৌঁছে যাচ্ছে। আপনারা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।”

সাংবাদিকরা স্পিকারকে সব ধরনের সহযোহিতা দেওয়ার কথা উল্লেখ করেন। অপরদিকে স্পিকার হিসেবে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব এবং পেশাগত অন্যান্য কাজে স্পিকারের সহযোহিতা প্রত্যাশা করেন সাংবাদিকরা।

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud