পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

সংবর্ধনা অনুষ্ঠান থেকে শিবির সন্দেহে আটক ২০

Posted on May 25, 2013 | in সারা দেশ | by

image_39233_0

চট্টগ্রাম: শিবির পরিচালিত একটি কোচিং সেন্টারের সংবর্ধনা অনুষ্ঠান থেকে শিবির সন্দেহে কমপক্ষে ২০ জনকে  আটক করা হয়েছে।

নগরীর পাঁচলাইশ থানার দি কিং অব চিটাগং কমিউনিটি সেন্টার থেকে শনিবার সকালে পাঁচলাইশ থানা পুলিশ তাদের আটক করে।

পুলিশ জানায়, ২০১৩ সালের এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত নগরীর চকবাজার এলাকায় শিবির পরিচালিত ‘প্রবাহ’ কোচিং সেন্টার থেকে পাস করা শিক্ষার্থীরা সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিতে সেখানে জড়ো হয়েছিলেন।

নগর পুলিশের পাঁচলাইশ জোনের সহকারী কমিশনার (এসি) আবদুর রউফ বাংলামেইলকে বলেন, ‘সংবর্ধনার নামে শিবিরের নেতাকর্মী সেখানে জড়ো হয়। অনুষ্ঠান শেষে তারা নাশকতার পরিকল্পনা নিয়েছিল। এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।’

তিনি আরো বলেন, ‘আটককৃতদের মধ্যে অনেকেই জিপিএ-৫ প্রাপ্ত ছাত্রও রয়েছে। নগরীতে বিভিন্ন সময়ে সংঘটিত নাশকতার ভিডিও ফুটেজ দেখে যাচাই-বাছাই করা হচ্ছে। সুনির্দিষ্ট অভিযোগ ব্যাতিত বাকিদের ছেড়ে দেয়া হবে। যাদের সংশ্লিষ্টতা পাওয়া যাবে তাদের মামলায় গ্রেপ্তার দেখানো হবে।’

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud