পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

ষোড়শ সংশোধনী বাতিলে লজ্জায় মাথা হেঁট হয়েছে: এরশাদ

Posted on August 7, 2017 | in রাজনীতি | by

ডেস্ক রিপোর্ট : জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান হুসেইন মোহাম্মদ এরশাদ বলেছেন, ‘ষোড়শ সংশোধনী বাতিলের রায় পড়ে বাংলাদেশিদের লজ্জায় মাথা হেঁট হয়েছে। আমরা নিজেদের খুব দুর্ভাগ্যবান মনে করছি, আমাদের লজ্জায় মাথা হেঁট হয়েছে।’

সোমবার (৭ আগস্ট) দুপুরে চট্টগ্রাম নগরীর রেডিসন ব্লু চিটাগাং বে বিউ হোটেলে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। একটি বেসরকারি ব্যাংকের বোর্ড মিটিং-এ অংশ নিতে জাপা চেয়ারম্যান চট্টগ্রামে যান।

এইচ এম এরশাদ বলেন, ‘কোনও প্রতিষ্ঠানই আর ইনটেক নেই। সবই ডেস্ট্রয়েড। লাগামহীন দুর্নীতি, ক্ষমতার মোহ প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে দিয়েছে।’

আগামী জাতীয় নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, ‘নির্বাচন কমিশনের ওপর আস্থা রাখছি। প্রধান নির্বাচন কমিশনার সুষ্ঠু নির্বাচন উপহার দিবেন। যদি না পারেন, নির্বাচনের পরে সেটা বলা যাবে। তখন বলব, উনি পারেন নাই। তবে আশা রাখছি, তিনি পারবেন।’

তিনি আরও বলেন, ‘আগামী নির্বাচনে ভালো করলে আমরা ক্ষমতায় যাবো। ৩০০ আসনে প্রার্থী দিয়ে আমরা এককভাবে নির্বাচন করবে, এটা আমাদের পার্টির সিদ্ধান্ত। এ সিদ্ধান্তে এখনও অটল আছি। আগামীতে কী হয়, সেটা এখনই বলতে পারবো না।’

জাপা চেয়ারম্যান বলেন, ‘আমরা তো বিরোধী দল। আমরা কোনও জোটে নাই। যদিও নামমাত্র বিরোধী দল, তাও বিরোধী দল।’

সাম্প্রতিক সময়ে দেশে ধর্ষণের ঘটনা বেড়ে যাওয়ার বিষয়ে তিনি বলেন, ‘এদেশে নারী হয়ে জন্মানো একটা মহাপাপ; অভিশাপ। নারীর ক্ষমতায়নের কথা শুনি, এটা কেবল শহরে। গ্রামেগঞ্জে মেয়েরা এখনও অনিরাপদ।’

এসময় তার সঙ্গে আরও ছিলেন- জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য জিয়াউদ্দিন আহমেদ বাবলু এবং মহানগর জাতীয় পার্টির নেতা সোলায়মান আলম শেঠ এবং মাহজাবিন মোরশেদ। বাংলাট্রিবিউন

Comments are closed.

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud