September 16, 2025
সংসদ ভবন থেকে: শুরুতেই উত্তপ্ত হয়ে উঠলো টানা দু’দিন পর শুরু হওয়া জাতীয় সংসদের মুলতবি অধিবেশন। রোববার বিকেল ৩টা ২৫ মিনিটে শুরু হওয়া অধিবেশনের শুরুতেই বিরোধী দলের ভারপ্রাপ্ত চিফ হুইপ শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী দাঁড়িয়ে গেলে স্পিকার তাকে কথা বলার অনুমতি দেন।
এ্যানী এ সময় সংরক্ষিত আসনের সাংসদ আশিফা আশরাফী পাপিয়ার জন্য পয়েন্ট অব অর্ডারে কথা বলার সুযোগ চান। পাপিয়া দাঁড়িয়ে তারেক রহমানকে ফিরিয়ে আনার জন্য ইন্টারপোল ইস্যুতে সরকারের কড়া সমালোচনা শুরু করেন।
তার বক্তব্যের সময় গোটা সংসদ উত্তপ্ত হয়ে ওঠে।পাপিয়ার বক্তব্যের পরপর সরকার দলীয় সাংসদ ফজলে রাব্বি মিয়া পাপিয়ার পয়েন্ট অব অর্ডারের বৈধতা নিয়ে প্রশ্ন তোলেন।
এরপর সরকার দলীয় অপর সাংসদ আব্দুল মান্নানও কড়া সমালোচনা করেন বিরোধী দলের। প্রায় মিনিট বিশেক পর প্রশ্নোত্তর পর্ব শুরু হলে পরিস্থিতি শান্ত হয়। মহাজোট সরকারের এই শেষ বাজেট অধিবেশনে বিএনপির নেতৃত্বাধীন্ বিরোধী দল যোগ দেয় ৩টা ২৩ মিনিটে। বিকেল ৩টা ২৫ মিনিটে স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অধিবেশন শুরু হয়।তবে অধিবেশন শুরুর আগেই সংসদ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনা, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর তাদের আসনে অবস্থান নেন।
এর আগে দুপুর সোয়া দু’টায় সংসদ ভবনে বিরোধী দলীয় নেতার কার্যালয়ে উপস্থিত বিরোধী দলের ভারপ্রাপ্ত চিফ হুইপ শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী বাংলানিউজকে সংসদে যোগ দেওয়ার বিষয়টি নিশ্চিত করেন।
চলমান সংসদের ১৮তম এই অধিবেশনের চতুর্থ কার্যদিবসে গত বৃহস্পতিবার ২ লক্ষ ২২ হাজার ৪৯১ টাকার বাজেট পেশ করেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। আগামী ৩০ জুন প্রস্তাবিত এ বাজেট পাশ হবে।
এদিকে অধিবেশনের পঞ্চম কার্যদিবস রোববার থেকে শুরু হচ্ছে ২০১২-১৩ অর্থবছরের বাজেটের ওপর সম্পূরক আলোচনা। তার আগে স্থানীয় সরকার বিভাগ, পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, প্রধানমন্ত্রীর কার্যালয়, নির্বাচন কমিশন সচিবালয় ও রাষ্ট্রপতির কার্যালয় সম্পর্কিত প্রশ্ন জিজ্ঞাসা ও উত্তর টেবিল উপস্থাপন করা হচ্ছে।
বাজেট পেশের আগের দিন বুধবার একই দিনে দ্বিতীয় ও প্রথম তিন দিনের মধ্যে তৃতীয় দফা ওয়াকআউটের পর বিএনপির নেতৃত্বাধীন বিরোধী দল আর সংসদে ফেরেনি। তাই বিরোধী দলকে ছাড়াই গত বৃহস্পতিবার বাজেট পেশ হয়।
বাজেটে পেসের পরপরই সংসদ ভবনের মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ বাজেট নির্বাচন সামনে রেখে রাজনৈতিক উদ্দেশ্যে প্রণীত বলে অভিযোগ করে বিএনপি। এমনকি এ বাজেট বাস্তবায়নের ক্ষমতা বর্তমান সরকারের নেই বলেও সমালোচনা করে তারা।