September 16, 2025
কলকাতা: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ষষ্ঠ আসরের ফাইনাল লড়াই হবে রোববার, কলকাতার ইডেন গার্ডেনে। শিরোপা চেন্নাই সুপার কিংস নাকি মুম্বাই ইন্ডিয়ান্সের হাতে যাবে এনিয়ে তেমন কোনো উত্তেজনা নেই। বরং সব আলোচনা-বিতর্ক মাঠের বাইরের।
সর্বশেষ স্পট ফিক্সিং নিয়ে সন্দেহের জালে আটকা পড়েছে চেন্নাইয়ের প্রধান গুরুনাথ মেইয়াপ্পন। দলের ওপরও নজরদারি রাখছে তদন্তকারীরা। এতে করে খেলোয়াড়দের মানসিকভাবে কিছুটা ভেঙে পড়া স্বাভাবিক। স্বীকার করেছেন কোচ স্টিফেন ফ্লেমিংও,‘সিএসকে ফ্র্যাঞ্চাইজি, আইপিএল ও ভারতীয় ক্রিকেট নিয়ে যেসব অভিযোগ ও রিপোর্ট হচ্ছে তাতে করে খেলোয়াড় ও স্টাফরা মর্মাহত। এই কঠিন মুহূর্তের মধ্যেও আমরা আগামীকালকের (রোববার) ম্যাচেই আলোকপাত করছি।’
যাই হোক, শেষ দিকে এসে এমন বিতর্কের পরও শেষ হতে যাচ্ছে এবারের আইপিএল মৌসুম। ছয় মৌসুমের মধ্যে পঞ্চমবার ফাইনালে চেন্নাই। তৃতীয় আসরে এই মুম্বাই ইন্ডিয়ান্সকে হারিয়েই প্রথম শিরোপা ঘরে তুলেছিল তারা। অভিজ্ঞতা এগিয়ে রাখছে মহেন্দ্র সিং ধোনি বাহিনীকেই।
ধোনির চেন্নাইয়ের এই মৌসুমটাও কেটেছে দুর্দান্ত। ১৬ ম্যাচের ১১টিতে জিতে শীর্ষে থেকে গ্রুপ পর্ব শেষ করেছে তারা। বাছাইপর্বের প্রথম ম্যাচেই নিশ্চিত করেছে ফাইনাল। এবারের আসরের সর্বোচ্চ রানের মালিক মাইক হাসি চেন্নাইয়ের। যৌথভাবে ২৮ উইকেট নিয়ে শীর্ষে ব্রাভোও আছেন এই দলে। বলার অপেক্ষা রাখে না তৃতীয় আইপিএল শিরোপা জয়ে সবদিক থেকে ফেভারিট চেন্নাই।
তবে মুম্বাই ইন্ডিয়ান্স এবার শুরুটা মন্দভাবে করলেও শেষদিকে দুর্দান্ত তারা। আর প্রথমবারের মতো শিরোপার কাছে গিয়েও ব্যর্থ হয়েছিল চেন্নাইয়ের কাছে। সেই প্রতিশোধটা নিতেই চাইবে তারা। ঘরের মাঠ ওয়াঙ্খেরেতে আটটি ম্যাচই জেতা মুম্বাই কিছুটা চিন্তা করতে পারে নিরপেক্ষ ভেন্যু নিয়ে।