পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

‘শিগগিরই আমরা ভালো সংবাদ দিতে পারব’

Posted on September 30, 2015 | in জাতীয় | by

স্টাফ রিপোর্টার: ইতালির নাগরিক তাবেলা সিজার হত্যা মামলার অগ্রগতি বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, প্রত্যক্ষদর্শী আছে, সিসি ক্যামেরার ফুটেজ আছে, পুলিশ ও গোয়েন্দা সংস্থার সদস্যরা কাজ করে যাচ্ছেন। শিগগিরই আমরা ভালো সংবাদ দিতে পারব বলে আশা করছি। বুধবার দুপুর আড়াইটায় সচিবালায়ে সাংবাদিকদের এ কথা জানান মন্ত্রী।06-01-15-Awami-Jubo-League-Delegat-Meet_State-Home-Minister-8

বাংলাদেশে আইএস’র অস্তিত্ব না থাকা বিষয়ে ইতালির রাষ্ট্রদূত মারিও পালমা একমত পোষণ করেছেন বলে জানিয়েছেন আসাদুজ্জামান খান কামাল। এর আগে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন ইতালির রাষ্ট্রদূত। তিনি বলেন, রাষ্ট্রদূত আমার সঙ্গে খোলামেলা কথা বলেছেন। তিনিও ইতালির নাগরিক হত্যার ঘটনাকে অনিকাঙ্ক্ষিত বলে মত দিয়েছেন। আরও অনেক বিষয়ে কথা হয়েছে আমাদের, তিনি সব বিষয়ে একমত পোষণ করেছেন।

ইতালির নাগরিক হত্যার ঘটনায় বিএনপি’র এক নেতাকে ধরে ইন্টারোগেশন করা উচিত- প্রধানমন্ত্রীর এমন বক্তব্য বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী জেনে, শুনে, বুঝেই বলেছেন। তিনি ঠিকই বলেছেন। এ ব্যাপরে আমার আর কিছু বলার নেই।‘শিগগিরই আমরা ভালো সংবাদ দিতে পারব’

Comments are closed.

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud