November 5, 2025
রাজশাহী: রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) ক্যাম্পাসে বহিরাগতদের হাতে এক শিক্ষার্থী শারীরিকভাবে লাঞ্ছিত হওয়ার ঘটনায় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা রামেক অধ্যক্ষের অফিস ঘেরাও ও বিক্ষোভ করেছে। সোমবার রাত ১১টার দিকে রামেক শিক্ষার্থীরা নিরাপত্তার দাবিতে অধ্যক্ষের রামেক হাসপাতাল অফিস ঘেরাও ও বিক্ষোভ মিছিল করেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার সন্ধ্যায় রামেক শিক্ষার্থী দেবপ্রিয় দাস ও আরেক ছাত্রী ক্যাম্পাসের চারুমামার ক্যান্টিনের কাছে গল্প করছিলেন। এসময় সিপাইপাড়ার সাদ্দাম (২০) ও তার সঙ্গীরা দেবপ্রিয় দাসকে মারপিট করে ও সঙ্গে থাকা ছাত্রীকে শারীরিকভাবে লাঞ্ছিত করে।
এর জের ধরে রামেক বিক্ষুব্ধ শিক্ষার্থীরা নিরাপত্তা ও ঘটনার সঙ্গে জড়িতদের বিচারের দাবিতে রামেক হাসপাতালে অধ্যক্ষের কার্যালয় ঘেরাও এবং বিক্ষোভ মিছিল করেন।
রামেক অধ্যক্ষ অধ্যাপক গোলাম কিবরিয়া ও উপাধ্যক্ষ অধ্যাপক ডা. দায়েম উদ্দিন শিক্ষার্থীদের সব দাবি মেনে ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতারের আশ্বাস দিলে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা ফিরে যান।
রামেক অধ্যক্ষ অধ্যাপক গোলাম কিবরিয়া জানান, শিক্ষার্থীকে ক্যাম্পাসের মধ্যে লাঞ্ছিত করার ঘটনায় রাজপাড়া থানায় মামলা হয়েছে। শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।