পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

শিক্ষকের কান্ড

Posted on November 16, 2014 | in শিক্ষা ও সংস্কৃতি | by

Gopalganj-Photo-16.11গোপালগঞ্জ প্রতিনিধি : শ্রেণীকক্ষে পাঠ্যবই নিয়ে বান্ধবীর সঙ্গে কথা বলার অপরাধে সেতু বাড়ৈ নামে পঞ্চম শ্রেণীর এক ছাত্রীকে বেত্রাঘাত করে আহত করেছেন প্রধান শিক্ষক। তবে কোটালীপাড়া উপজেলার ৭০ নম্বর হিজলবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিমলা বাড়ৈ অভিযোগ অস্বীকার করেছেন। সেতু বাড়ৈকে রবিবার কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে দেখা গেছে। সেতু বাড়ৈর পরিবারের অভিযোগ, শনিবার বিজ্ঞান ক্লাসে পাঠ্যবই নিয়ে বান্ধবীর সঙ্গে কথা বলেছিল সেতু। এ অপরাধে বিদ্যালয়টির প্রধান শিক্ষক বিমলা বাড়ৈ ক্ষিপ্ত হয়ে সেতুকে বেত্রাঘাত করে আহত করেন। সামান্য অপরাধে এভাবে তাকে শাস্তি দেওয়া উচিৎ হয়নি। তারা ওই ঘটনার বিচার দাবি করেন। এ বিষয়ে প্রধান শিক্ষক বিমলা বাড়ৈ বলেন, ‘আমি সেতুকে বেত্রাঘাত করিনি।’ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. নগিবুর ইসলাম বলেন, ‘সেতুর পিঠে বেত দিয়ে পেটানোর চিহ্ন রয়েছে।’এ বিষয়ে উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. শহিদুল ইসলামের কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, ‘তদন্ত করে শিক্ষক বিমলা বাড়ৈর বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’

Comments are closed.

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud