December 24, 2025
ঢাকা : হযরত শাহজালাল (র:) আন্তর্জাতিক বিমানবন্দরে তিন কেজি ওজনের ২৬টি স্বর্ণের বারসহ মোরশেদ নামে এক ব্যক্তি আটক করেছে শুল্ক গোয়েন্দা বিভাগ। রোববার সন্ধ্যা ৬টায় বিমানবন্দরের গ্রিন চ্যানেলে স্বর্ণের চালানটি আটক করা হয়। আটককৃত স্বর্ণের আনুমানিক মূল্য ১ কোটি ৩৭ লাখ টাকা। শুল্ক গোয়েন্দা বিভাগ সূত্র জানা যায়, সন্ধ্যা ৬টায় বাংলাদেশ এয়ার লাইন্সের একটি ফ্লাইট চট্টগ্রাম হয়ে শাহজালালে আসে। যাত্রীরা গ্রিন চ্যানেল অতিক্রম করার সময় মোরশেদ নামে এক যাত্রীর দেহ ও লাগেজ তল্লাশি করে করে ২৬টি স্বর্ণের বার উদ্ধার করা হয়।