November 5, 2025
শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছে। সোমবার দপুরে বিশ্ববিদ্যালয় প্রশাসনের জরুরি সিন্ডিকেট সভায় বিশ্ববিদ্যালয় বন্ধের সিদ্ধান্ত নেয়া হয়। দুপুরে বিশ্ববিদ্যালয় প্রশাসনের জরুরি সিন্ডিকেট সভা শেষে বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার মো. ইসফাকুল হোসাইন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে সাংবাদিকদের এ তথ্য জানানো হয়।
জানা যায়, নব গঠিত ছাত্রলীগের কমিটিকে কেন্দ্র করে চলমান সহিংসতা এবং গুপ্ত হামলায় ছয় ছাত্রলীগ নেতাকর্মী আহত হওয়ার ঘটনায় উদ্বেগ প্রকাশ করে এ বন্ধ ঘোষণা করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয় সোমবার বিকাল ৬টার মধ্যে তিনটি আবাসিক ছাত্র হলের শিক্ষার্থীদের এবং বুধবার দুপুর ১২টার মধ্যে ছাত্রীদের হল ছাড়তে নির্দেশ দেয়া হয়েছে। অন্যথায় প্রক্টরিয়াল বডি বিধি অনুযায়ী ব্যবস্থা নিবে।
বিশ্ববিদ্যালয়ের গ্রীষ্মকালীন ছুটি এগিয়ে এনে ১৪ মে থেকে ১ জুন পর্যন্ত করা হয়েছে। ২ জুন থেকে পুনরায় রুটিন মাফিক ক্লাস পরীক্ষা অনুষ্ঠিত হবে বলে জানানো হয়েছে।