পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

‘শাকিবের চেয়ে ভাল নায়ক হলে অভিনয় করবো’

Posted on February 16, 2014 | in বিনোদন | by

Sexy-Actress-Hot Model-Apu Biswas-16শাকিব খানের চেয়ে ভাল কোন নায়ক হলে তার সঙ্গে অভিনয় করবেন অপু বিশ্বাস। তা না হলে একমাত্র শাকিব খানের সঙ্গেই অভিনয় করে তৃপ্ত এবং সন্তুষ্ট তিনি। সমপ্রতি একটি বেসরকারি টেলিভিশনে অনুষ্ঠিত ‘টকশো’তে অপু বিশ্বাস শাকিব খানের উপস্থিতিতেই একথা বলেন। শাকিব খানের বাইরে অন্য কোন নায়কের সঙ্গে অভিনয় না করার বিষয়ে প্রশ্ন করা হলে অপু বিশ্বাস বলেন, সবার লক্ষ্যই থাকে সেরাদের সঙ্গে কাজ করার। আমি যেহেতু শাকিব খানের মতো সেরা নায়কের সঙ্গে নিয়মিত কাজ করছি, সেহেতু অন্য কোন নায়কের সঙ্গে কাজ করতে আগ্রহ পাই না। যদি ভবিষ্যতে শাকিব খানের চেয়েও সেরা এবং ভাল নায়ক পাই তাহলে অবশ্যই অভিনয় করবো। অপু বিশ্বাসের এ সহজ-সরল স্বীকারোক্তির সময় সময়ের আরেক আলোচিত নায়িকা ববিও উপস্থিত ছিলেন। শাকিব-অপু বিশ্বাস দীর্ঘ ৮ বছরের সফল জুটি। মনোয়ার হোসেন ডিপজলের প্রযোজনায় এফ আই মানিক পরিচালিত ‘কোটি টাকার কাবিন’ ছবি দিয়ে ২০০৫ সালে এই জুটির যাত্রা শুরু হয়। ছবির ব্যাপক সাফল্যে শাকিব-অপু জুটিকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি। টানা ৮ বছর ব্যাপক সফলতার সঙ্গে তারা একসঙ্গে পথ চলেছেন এবং এখনও অবিচ্ছিন্ন রয়েছেন। মাঝখানে অপু বিশ্বাস, মান্না, রিয়াজ, ফেরদৌস, কাজী মারুফ এবং ইমনের সঙ্গে অভিনয় করলেও শাকিব খানের সঙ্গে সাফল্যের পাল্লা ভারি থাকায় নির্মাতারা এ জুটির বাইরে খুব একটা ভাবতে চাননি। শাকিব অন্য নায়িকাদের সঙ্গে অভিনয় করলেও অপু বিশ্বাসের তেমন আগ্রহ দেখা যায়নি। শেষের দিকে এসে ব্যস্ততা কমে গেলেও অপু বিশ্বাস শাকিবকে নিয়েই আছেন। থাকবেন শেষ পর্যন্ত এমনটিই প্রকাশ করলেন সেদিনও। বর্তমানে শাকিব-অপু জুটি হিসেবে ‘চিরদিনই তুমি যে আমার’, ‘রেড (কালার অব লাভ)’, ‘মনের ঠিকানা’, ‘দুই পৃথিবী’ ও ‘শোধ’ ছবির শুটিং নিয়ে ব্যস্ত। সহসাই শুরু হবে শাকিব খানের প্রযোজনায় বদিউল আলম খোকন পরিচালিত ‘হিরো-দ্য সুপারস্টার’ ছবির শুটিং।

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud