November 6, 2025
ঢাকা: আশুলিয়ার সব পোশাক কারখানা আগামী শনিবার খোলা হচ্ছে বলে বিজিএমই’র পক্ষ থেকে জানানো হয়েছে।
বুধবার বিকেলে আশুলিয়ার শারমিন গ্রুপের মিলনায়তনে শতাধিক পোশাক কারখানার মালিক ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সঙ্গে এক জরুরি বৈঠক থেকে এ সিদ্ধান্ত নেয়া হয়। বৈঠকে স্থানীয় সাংসদ তালুকদার তৌহিদ জং মুরাদসহ এলাকার বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
বৈঠক শেষে তৈরি পোশাক কারখানার মালিকদের সংগঠন বিজিএমইএর সাবেক সভাপতি সালাম মুর্শেদী সাংবাদিকদের জানান, বৈঠকে ফলপ্রসূ আলোচনা হয়েছে। স্থানীয় সাংসদসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা সহায়তার আশ্বাস দিয়েছেন। (বৃহস্পতিবার) বিজিএমইএ ও শ্রম মন্ত্রলায়ে বৈঠক শেষে কারখানা খুলে দেয়ার সিদ্ধান্ত নেয়া হবে বলে তিনি জানান।
এদিকে, স্বাধীন বাংলা গার্মেন্টস শ্রমিক কর্মচারী ফেডারেশনের উদ্যোগে বুধবার বিকেলে আশুলিয়ার জামগড়া এলাকায় এক শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ থেকে শ্রমিকেরা অনতিবিলম্বে কারখানা খুলে দেয়ার পাশাপাশি তাদের দাবি-দাওয়া মেনে নেয়ার দাবি জানান।
উল্লেখ্য গত সোমবার শ্রমিক অসন্তোষ ছড়িয়ে পড়ার পরিপ্রেক্ষিতে তৈরি পোশাকশিল্পের মালিকদের শীর্ষ সংগঠন বিজিএমইএ, বিকেএমইএ ও বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন (বিটিএমএ) আশুলিয়া এলাকার সব পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখার ঘোষণা দেয়।