পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

লিপস্টিক বা ক্রিমে নষ্ট হয়ে যেতে পারে সুন্দর মুখ!

Posted on June 11, 2015 | in লাইফস্টাইল | by

16d7d027f8abcd9bb969aacf2a8d2201লাইফষ্টাইল ডেস্ক: ম্যাগি বিতর্কের মধ্যেই আশঙ্কার মেঘ এবার মহিলাদের সাজঘরেও! আশংকার তালিকায় নিত্যপ্রয়োজনীয় মহিলাদের ব্যাবহারের লিপস্টিক কিংবা ক্রিম! ভাবছেন, সেটা আবার কী করে সম্ভব? সম্ভব! গবেষকরা এমন আশংকার কথা একেবারেই উড়িয়ে দিচ্ছেন না।
বিশেষজ্ঞদের দাবি, সস্তার বহু প্রসাধনীতে লুকিয়ে থাকে ক্ষতিকারক সীসা। যা প্রসাধনী হয়ে প্রবেশ করে শরীরে।
দেশে প্রচলিত বেশ কয়েকটি ফর্সা হওয়ার ক্রিমকেও কাঠগড়ায় দাঁড় করিয়েছেন চিকিৎসকেরা। তাঁদের মতে, বিনা প্রেসক্রিপশনে স্টেরয়েড মেশানো এইসব ক্রিমগুলি মেখে, ত্বকের জটিল এবং দুরারোগ্য অসুখ ডেকে আনছেন বিভিন্ন বয়সের পুরুষ এবং মহিলারা। চিকিত্সকদের এই দাবিকে আরও জোরাল করেছে, গত বছর সুনীতা নারায়েন-এর সেন্টার ফর সায়েন্স অ্যান্ড এনভায়রনমেন্ট-এর দেওয়া তথ্য। যেখানে বলা হয়েছে,ভারতের ৪৪ শতাংশ ফেয়ারনেস ক্রিমে সীসার উপস্থিতি রয়েছে। ৫০ শতাংশ লিপিস্টিকে রয়েছে ক্রোমিয়াম যা ক্যান্সারে অন্যতম কারণ।

Comments are closed.

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud