পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

লঙ্কানওয়াশ ঠেকানোর লড়াই

Posted on February 22, 2014 | in খেলাধুলা | by
179365ঢাকা: শ্রীলঙ্কার কাছে হোয়াইটওয়াশ ঠেকাতে আজ শনিবার শেষ ওয়ানডেতে মাঠে নামছে টাইগাররা। শ্রীলঙ্কার কাছে একে একে টেস্ট, টি-টোয়েন্টি ও ওয়ানডে সিরিজ হেরেছে বাংলাদেশ। তিন ম্যাচ ওয়ানডে সিরিজের দুটিতেই জিতেছে অতিথিরা। বাকি আছে তৃতীয় ম্যাচটি। এই ম্যাচে হারলে একদম হোয়াইটওয়াশ। শনিবার দুপুর ১টায় মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে ৩ ম্যাচ সিরিজের তৃতীয় ওয়ানডেতে শ্রীলঙ্কার মুখোমুখি হচ্ছে স্বাগতিক বাংলাদেশ। গত বৃহস্পতিবার এক ম্যাচ হাতে রেখে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজটি নিজেদের করে নিয়েছে লঙ্কানরা। ঢাকা টেস্টে জয় দিয়ে বাংলাদেশ সফর শুরু করেছিল সফরকারীরা। চট্টগ্রামে দ্বিতীয় টেস্টে করে ১-০তে সিরিজ জিতে নেয় তারা। এরপর ২-০তে টি-টোয়েন্টি সিরিজও নিজেদের দখলে নেয় লঙ্কা। লঙ্কানদের জন্য দুঃসংবাদ হচ্ছে ইনজুরির কারণে দেশে ফিরে গেছেন দিলশান। তার পরিবর্তে সুযোগ পেয়েছেন লাহিরু থিরিমান্নে। অপরদিকে, চট্টগ্রাম টেস্ট ড্র করে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দিয়েছিল টাইগাররা। দু’টি টি-টোয়েন্টিতে জয়ের আশা জাগিয়েও শেষ পর্যন্ত শেষ বলে হেরেছে স্বাগতিকরা। ঢাকায় ফিরে সিরিজের প্রথম ওয়ানডেতে শ্রীলঙ্কাকে ১৮০ রানে অলআউট করে সমর্থকদের মনে আনন্দ এনে দিয়েছিল মুশফিকরা। কিন্তু ম্যাচ শেষে এ আনন্দ আর থাকেনি টাইগার সমর্থকদের কাছে। দ্বিতীয় ম্যাচে পরাজয়ে বেদনায় আরো নীল হয়েছে স্বাগতিক দলের ভক্তরা।
আগামী ২৫ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এশিয়া কাপের আগে অন্তত একটি জয় চায় বাংলাদেশ। তাহলে হয়তো হারানো মনোবল কিছুটা ফিরে পাওয়া যাবে। এই মুহূর্তে টাইগারদের সামনে বিকল্প শুধুই জয়।

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud