November 6, 2025
চট্টগ্রাম: শান্তিপূর্ণ সমাবেশে পুলিশি হামলা এবং কর্মী নিহতের প্রতিবাদে আগামী রোববার দেশব্যাপী সকাল-সন্ধ্যা হরতালের ডাক দিয়েছে হেফাজতে ইসলাম। একই সঙ্গে ১৮ দলের বুধ এবং বৃহস্পতিবার হরতালে সমর্থন দিয়েছে সংগঠনটি।
মঙ্গলবার বিকেল সাড়ে ৪টার দিকে চট্টগ্রামের হাটহাজারী উপজেলার দারুল উলুম মইনুল ইসলাম মাদ্রাসায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে হেফাজতে ইসলামের সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক আশরাফ আলী নিজামপুরী এ হরতালের ঘোষণা দেন।
তিনি বলেন, ‘হেফাজতের সমাবেশে সরকার নারকীয় হত্যাযজ্ঞ চালিয়েছে। রাতের আধারে আড়াই থেকে তিন হাজার হেফাজত কর্মীকে হত্যা করা হয়েছে। আগামী ১২ মের মধ্যে গ্রেপ্তার নেতাকর্মীদের মুক্তি না দিলে আরো কঠোর কর্মসূচী ঘোষণা দেয়া হবে’।
সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মুহিব্বুল্লাহ বাবুনগরী।