পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

রেমিটেন্স বেড়েছে ১৫ শতাংশ

Posted on December 3, 2014 | in ব্যবসা-অর্থনীতি | by

7v6881ky-e1417526342133ডেস্ক রিপোর্ট : চলতি বছরের নভেম্বর মাসে আগের মাসের চেয়ে প্রায় ১৫ শতাংশ বেশি রেমিটেন্স (প্রবাসী আয়) এসেছে। আর অর্থবছরের হিসেবে প্রথম ৫ মাসে আগের অর্থবছরের একই সময়ের চেয়ে রেমিটেন্স বেশি এসেছে ১১ দশমিক ৪২ শতাংশ।
মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের রেমিটেন্স সংক্রান্ত প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
বাংলাদেশ ব্যাংকের হাল নাগাদ প্রতিবেদন অনুযায়ী, নভেম্বর মাসে প্রবাসী বাংলাদেশিরা রাষ্ট্রীয় মালিকানাধীন চার বাণিজ্যিক ব্যাংকের মাধ্যমে রেমিটেন্স পাঠিয়েছে ৩৮ কোটি ৮৮ লাখ মার্কিন ডলার। বিশেষায়িত চারটি ব্যাংকের মধ্যে মাত্র একটির (বাংলাদেশ কৃষি ব্যাংক) মাধ্যমে এক কোটি ৪৮ লাখ মার্কিন ডলার। ৩৯টি বেসরকারি বাণিজ্যিক ব্যাংকের মাধ্যমে পাঠিয়েছে ৭৫ কোটি ৪৬ লাখ মার্কিন ডলার এবং বিদেশি ৯টি ব্যাংকের মাধ্যমে এক কোটি ৫৫ লাখ মার্কিন ডলার রেমিটেন্স পাঠিয়েছে প্রবাসীরা। প্রবাসীদের কাছ থেকে আসা ব্যাংক ব্যবস্থায় সবচেয়ে বেশি রেমিটেন্স এসেছে বেসরকারি ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের মাধ্যমে। ব্যাংকটির মাধ্যমে রেমিটেন্স এসেছে ২৯ কোটি ৪৭ লাখ মার্কিন ডলার। দ্বিতীয় সর্বোচ্চ অগ্রণী ব্যাংকের মাধ্যমে রেমিটেন্স এসেছে ১৩ কোটি ১১ লাখ মার্কিন ডলার, সোনালী ব্যাংকের মাধ্যমে ১১ কোটি ৯২ লাখ মার্কিন ডলার এবং চতুর্থ অবস্থানে থাকা জনতা ব্যাংকের মাধ্যমে রেমিটেন্স এসেছে ১১ কোটি ৮১ লাখ মার্কিন ডলার। কেন্দ্রীয় ব্যাংকের সর্বশেষ তথ্য মতে, সদ্য সমাপ্ত ২০১৩-১৪ অর্থবছরে ব্যাংক ব্যবস্থার মাধ্যমে মোট রেমিটেন্স এসেছে এক হাজার ৪২২ কোটি ৭৮ লাখ মার্কিন ডলার। এর আগে অক্টোবর মাসে গত ১৪ মাসের মধ্যে সবচেয়ে কম রেমিটেন্স আসে।

Comments are closed.

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud