November 6, 2025
ঢাকা: দপ্তরবিহীন মন্ত্রী সুরঞ্জিত সেন গুপ্ত বলেছেন, বিরোধীদলীয় নেত্রী রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। তাদের উন্মাদনায় দেশের মানুষ অসহায় বোধ করছে। সোমবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের হলরুমে নৌকা সমর্থিত গোষ্ঠি আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
হেফাজত কর্মীদের সরিয়ে দেয়া প্রসঙ্গে সুরঞ্জিত সেন বলেন, রাষ্ট্রকে রক্ষা করার দায়িত্ব সরকারের। তাই সরকার গণতান্ত্রিকভাবে দায়িত্ব পালন করেছে।
দিগন্ত ও ইসলামিক টেলিভিশনের সম্প্রচার বন্ধ করা প্রসঙ্গে তিনি বলেন, মিডিয়াকে নিয়ম মেনেই কাজ করতে হয়। কিছু কিছু মিডিয়া রাজনৈতিক পরিবেশ উত্তপ্ত করার লক্ষ্যে কাজ করেছে বলেই নিয়ম মেনে তাদের সম্প্রচার বন্ধ করে দেয়া হয়েছে।
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাজী মো. সেলিমের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি ফয়েজ উদ্দিন মিয়া, নৌকা সমর্থিত গোষ্ঠির সভাপতি হুমায়ুন কবির মিজি প্রমুখ।