November 6, 2025
ঢাকা: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ১৮ দলীয় জোটের শরিকদের সঙ্গে রাতে জরুরি বৈঠকে বসবেন। সোমবার রাতে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে।
সোমবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কর্যালয়ে ১৮ দলীয় জোটের বৈঠক শেষে সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান দলের স্থায়ী কমিটির সদস্য এমকে আনোয়ার।
এসময় তিনি বলেন, ‘গুলশানে বৈঠকে সার্বিক পরিস্থিতি মূল্যায়ন করে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে।’
বিএনপি সূত্রে জানা গেছে, হেফাজতের ওপর হমলা ‘গণহত্যা’, সরকারের পদত্যাগ ও নির্দলীয় সরকারের দাবিতে প্রথমে অবরোধ এবং বাধা দেয়া হলে হরতালের মতো কঠোর কর্মসূচি এ বৈঠকেই চূড়ান্ত হতে পারে।