November 6, 2025
ঢাকা: বিএনপি চেয়াপারসন বেগম খালেদা জিয়া দলের শীর্ষনেতাদের সঙ্গে শনিবার জরুরি বৈঠকে বসছেন। রাত সাড়ে ৮টায় চেয়ারপাসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে।
এতে নতুন কর্মসূচি আসছে বলে দলের একটি সূত্র নিশ্চিত করেছে।
বৃহস্পতিবার রাতে গণভবনে জোট নেতাদের সঙ্গে এক বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানান, সংলাপের জন্য বিরোধী দলকে আনুষ্ঠানিক কোনো চিঠি দেবে না সরকার। এর পরিপ্রেক্ষিতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া আন্দোলনের কর্মসূচি ঠিক করতেই দলের নীতি নির্ধারকদের সঙ্গে বৈঠক করবেন বলে ধারণা করা হচ্ছে।
এছাড়া চলমান রাজনৈতিক আন্দোলনে গতি হারিয়ে অনেকটাই দিশেহারা বিএনপি, ৪৮ ঘণ্টার আলটিমেটামের পর আর কোনো কর্মসূচি দিতে পারেনি তারা। দুইবার হরতালের ডাক দিয়ে আবার প্রত্যাহার করে নেয়। এসব ছাড়াও আসন্ন জাতীয় সংসদ অধিবেশনে যোগ দান ও চার সিটি নির্বাচনে প্রার্থী সমর্থনের ব্যাপারে বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত হতে পারে বলে জানা গেছে।