পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

রাজধানীতে ঢুকতে শুরু করেছে বন্যার পানি

Posted on August 26, 2014 | in জাতীয় | by

আব্দুর রাজ্জাক: পানি ঢুকে ঢাকার পূর্বাঞ্চলের মাদারটেকের শেখের জায়গা ও নাগদারপাড় কাঁচা সংযোগ সড়ক ভেঙে বন্যার পানি ঢুকে কয়েকটি মাছের খামার তলিয়ে গেছে। এতে কয়েক লাখ টাকার ক্ষতি হয়েছে মৎস্যচাষীদের। সংযোগ সড়কটি ভাঙার কারণে ওই এলাকার কয়েকটি স্কুল, কলেজ ও মাদ্রাসাপড়ুয়া শিক্ষার্থীসহ স্থানীয় জনগণকে দুর্ভোগ পোহাতে হচ্ছে। মঙ্গলবার সরেজমিন দেখা গেছে, মাদারটেকের শেখের জায়গা থেকে নাগদারপাড় যাওয়ার কাঁচা রাস্তাটি পানিতে প্রায় ডুবু-ডুবু করছে। মাঝখানে ১৫-২০ মিটার রাস্তা বালু নদী থেকে আসা বন্যার পানিতে ভেঙে গেছে। শেখের জায়গা ও নাগদারপাড় ঢাকা সিটি করপোরেশনের বাইরে খিলগাঁও থানার নাসিরাবাদ ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের আওতাধীন। ৯ নম্বর ওয়ার্ডের মেম্বার হাজী ছামির আলী জানান, ‘এই রাস্তায় কিছুদিন আগে নতুন মাটি ফেলা (ভরাট) হয়েছে। আগামীতে পাকা করার কথা ছিল। কিন্তু গতকাল (সোমবার) বালু নদী থেকে বন্যার পানি ঢুকে রাস্তাটি ভেঙে গেল। রাস্তাটি ভেঙে যাওয়ার কারণে শেখের জায়গায় কয়েকটি মৎস্য খামার পানিতে একাকার হয়ে গেছে।’ তবে বন্যার পানি ঢোকার কারণে শেখের জায়গায় কোনো বাড়িঘর তলিয়ে যায়নি বলে জানান তিনি। তিনি আরো বলেন, ‘রাস্তা ভেঙে যাওয়ার কারণে মৎস্য খামারীরা তো ক্ষতিগ্রস্ত হয়েছেনই, পাশাপাশি নাগদারপাড় এলাকার শত শত স্কুল-কলেজ ও মাদ্রাসাপড়ুয়া ছেলে-মেয়েকে অনেক দূর ঘুরে যেতে হচ্ছে। ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষও।’ অবিলম্বে রাস্তাটি সংস্কারের দাবি জানান হাজী ছামির আলী।

33b11298eb830b99496ff17946db935b-14

বন্যার পানিতে তলিয়ে যাওয়া মৎস্য খামারের মালিক শাহ আলম জানান, পানিতে তাদের মৎস্য খামারের ৭-৮ লাখ টাকার মাছ অন্য খামারের সাথে একাকার হয়ে গেছে। এ বিষয়ে পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের কর্মকর্তা প্রকৌশলী সাজ্জাদ হোসেন বলেন, ‘মাদারটেক এলাকায় সংযোগ সড়ক ভেঙে বালু নদীর পানি প্রবেশ করেছে বলে আমরা শুনেছি। মূলত ওই এলাকাটি নিচু এবং সংযোগ সড়কটিও আগে থেকেই ভাঙা ছিল বলে জেনেছি।’ তিনি বলেন, উত্তরাঞ্চলের কিছু কিছু এলাকায় পানি কমছে এবং কোথাও স্থিতিশীল রয়েছে। আবার কিছু এলাকায় পানি একটু একটু করে বাড়ছে। সার্বিকভাবে বলা যায়, উত্তরাঞ্চলে বন্যা পরিস্থিতি স্থিতিশীল। ধীরে ধীরে উত্তরাঞ্চলের বন্যার পানি কমবে। তবে ওই পানি ভাটিতে চলে আসতে শুরু করেছে। ভাটি অঞ্চল ঢাকাসহ দেশের মধ্যাঞ্চলের নদ-নদীগুলোতে পানি বাড়তে শুরু করেছে। তার মতে, ঢাকা শহরের বুড়িগঙ্গা ও আশপাশের নারায়ণগঞ্জের বালু, শীতলক্ষ্যা, টঙ্গীর তুরাগ নদীতে পানি বাড়তে শুরু করেছে। তবে আগামী ২৪ ঘণ্টার মধ্যে নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হওয়ার আশঙ্কা নেই বলে জানান এ কর্মকর্তা।

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud