পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

যৌথবাহিনীর অভিযানে হাজার হাজার শহীদ: হেফাজতে ইসলাম

Posted on May 7, 2013 | in জাতীয় | by

motizilঢাকা: মতিঝিল শাপলা চত্বরের শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচিতে যৌথবাহিনীর অভিযানে হাজার হাজার লোক নিহত এবং ২০ হাজার লোক আহত হওয়ার দাবি করেছে ঢাকা মহানগর হেফাজতে ইসলাম।

গতকাল এক বিবৃতিতে সংগঠনের নেতারা বলেন, দফায় দফায় হামলা, গুলিবর্ষণ ও গণহত্যা চালানোর পরও মধ্যরাতে যখন হেফাজতে ইসলামের কর্মীরা শান্তিপূর্ণভাবে শাপলা চত্বরে অবস্থান করছিলেন, কেউ জিকির করছিলেন, কেউ নামাজ পড়ছিলেন, কেউ সামান্য সময়ের জন্য ঘুমিয়ে ছিলেন, এ সময় পুলিশ, বিজিবি ও র‌্যাব সাঁড়াশি আক্রমণ চালিয়ে হাজার হাজার শান্তিপূর্ণ মানুষকে শহীদ করেছে। ২০ সহস্রাধিক মানুষকে পঙ্গু করেছে। যা ইতিহাসে কালো অধ্যায় হিসেবে চিহ্নিত হয়ে থাকবে। তারা বলেন, হাজার হাজার শহীদের লাশকে পিকআপ, অ্যাম্বুলেন্স, ট্রাকে করে গুম করা হয়েছে বলে প্রত্যক্ষদর্শীরা অভিযোগ করেছেন। এই পৈশাচিক হত্যাকা-ের নিন্দা ও প্রতিবাদ জানানোর ভাষা আমাদের নেই।
হেফাজতে ইসলাম ঢাকা মহানগরীর নেতারা বলেন, গুলিস্তান, নয়াপল্টন, বায়তুল মোকাররম উত্তর গেট, বিজয়নগরসহ রাজধানীর বিভিন্ন এলাকায় ছাত্রলীগ, যুবলীগ ও পুলিশের সম্মিলিত আক্রমণে এবং তাদের উস্কানিতে যে জ্বালাও- পোড়াও ও হত্যাযজ্ঞ চলেছে তার দায়দায়িত্ব সরকারকেই নিতে হবে। হেফাজতে ইসলাম বার বার প্রমাণ করেছে যে, তারা শান্তিপূর্ণ, জ্বালাও-পোড়াও ও অগ্নিসংযোগে তারা বিশ্বাস করে না।
কিন্তু বায়তুল মোকাররম এলাকার আশপাশে জ্বালাও-পোড়াওয়ের যে তা-ব হয়েছে তা ছিল সরকারদলীয় ছাত্রলীগ, যুবলীগের সশস্ত্র ক্যাডারদের পূর্বকল্পিত হত্যাযজ্ঞ ও লুটপাট। তারা স্বর্ণের দোকানে লুটপাট করেছে। বইয়ের দোকানে আগুন দিয়েছে, পবিত্র কুরআন শরীফ জ্বালিয়ে দিয়েছে, গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে। পুলিশের নির্লজ্জ সহযোগিতায় রাজধানীর মধ্যাঞ্চলকে নরকে পরিণত করেছে। কিন্তু সরকারি সংবাদ মাধ্যম ও মিডিয়ার মাধ্যমে হেফাজত কর্মীদের ঘাড়ে দোষ চাপানোর চেষ্টা করছে।
নেতৃবৃন্দ বলেন, আমরা অত্যন্ত উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে কওমি মাদ্রাসা ও ইসলামী শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সরকারি পুলিশ বাহিনী হামলা চালিয়ে হত্যাকা- ঘটাচ্ছে। সরকারদলীয় সশস্ত্র ক্যাডাররা রাস্তায় রাস্তায় নিরীহ জনগণের ওপর হামলা চালাচ্ছে, তাদের প্রাণ কেড়ে নিচ্ছে, পঙ্গু করে দিচ্ছে। কোথাও কোথাও দূরপাল্লার গাড়ি থেকে দাড়ি-টুপি ওয়ালাদের নামিয়ে শ’ শ’ মানুষের সামনে নির্যাতন চালাচ্ছে। এদেশের জনগণ এই বীভৎস ও নারকীয় হত্যাযজ্ঞ বরদাশত করবে না। এর জবাব ক্ষমতাসীনরা অবশ্যই পাবে ইনশাআল্লাহ। নেতৃবৃন্দ নিহতদের রুহের মাগফিরাত কামনা ও আহতদের রোগ মুক্তির জন্য এবং আল্লাহ্র দরবারে এই জঘন্য হত্যাযজ্ঞের বিচার চেয়ে খৎমে বুখারী, খৎমে কুরআনসহ বিভিন্ন খতম পড়ে আজ সারা দেশে বিশেষ দোয়া করার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানান।
বিবৃতিতে স্বাক্ষর করেন ঢাকা মহানগর আহ্বায়ক মাওলানা নূর হোসাইন কাসেমী, উপদেষ্টা মাওলানা আবদুল লতিফ নেজামী, যুগ্ম আহ্বায়ক মাওলানা আবদুর রব ইউসুফী, মুফতি তৈয়্যেব, মাওলানা আবুল হাসনাত আমিনী, মাওলানা মনজুরুল ইসলাম, প্রচার সেলের প্রধান মাওলানা আহলুল্লাহ ওয়াছেল, মাওলানা শফিক উদ্দিন, মাওলানা মহীউদ্দিন ইকরাম, মাওলানা আহমদ আলী কাসেমী, মাওলানা শেখ মুজিবুর রহমান, মাওলানা রিয়াজতুল্লাহ, মাওলানা ওয়ালী উল্লাহ আরমান, মাওলানা মাহমুদুল হাসান, মাওলানা আলতাফ হোসাইন প্রমুখ।

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud