পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

যুক্তরাষ্ট্র থেকে ছাড়া হয়েছে অডিও টেপটি

Posted on February 17, 2014 | in জাতীয় | by

imagesএম এ আহাদ শাহীন: বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) জানিয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা অঙ্গরাজ্য থেকেই আল-কায়দা প্রধান আয়মান আল জাওয়াহারির অডিও বার্তাটি ছাড়া হয়েছে। ইতোমধ্যেই বাংলাদেশে জিহাদোলজী ডট নেট (jihadology.net) নামের ওই ওয়েব সাইটটি বন্ধ করে দেয়া হয়েছে।  সম্প্রতি বাংলাদেশে ইসলাম বিরোধীদের বিরুদ্ধে প্রতিরোধ আন্দোলনের ডাক দিয়ে অডিও বার্তাটি ছাড়া হয় আšত্মর্জাতিক জঙ্গি সংগঠন আল-কায়েদার নামে।  ওয়েব সাইটটি বন্ধ করে দেয়ার পাশাপাশি জিহাদোলজী সম্পর্কিত সব ধরনের তথ্য প্রদানকারী সাইটও বন্ধ করে দেওয়া হয়েছে। সাইটটিতে জাওয়াহিরির আরো অনেক ধরনের বার্তা রয়েছে। এছাড়া জাবাথ আল নুসরাহ, হিজবুলøাহ, হরকাত আল শাবাবের মতো জঙ্গি সংগঠনের ব্যাপারে বিভিন্ন তথ্য রয়েছে ওয়েবসাইটটিতে।

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud