November 6, 2025
যশোর: যশোরে ৮শ’ পিচ ইয়াবাসহ ফরিদা বেগম (৩৮) নামে এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ।
বৃহস্পতিবার ভোরে যশোর-মাগুরা মহাসড়কের হাশিমপুর এলাকায় একটি যাত্রীবাহী বাস থেকে ইয়াবাসহ ফরিদা বেগমকে আটক করা হয়।
আটক ফরিদা যশোর সদর উপজেলার সতীঘাটা গ্রামের জালাল উদ্দিনের স্ত্রী।-বাংলানিউজ
যশোর গোয়েন্দা পুলিশের সহকারী উপ পরিদর্শক (এএসআই) আব্দুল কুদ্দুস জানান, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা থেকে থেকে ছেড়ে আসা কে লাইন পরিবহনের একটি যাত্রীবাহী বাসে অভিযান চালায় গোয়েন্দা পুলিশ।
অভিযানকালে ফরিদা বেগমের কাছ থেকে ৮শ’ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে তাকে আটক করা হয়।