November 5, 2025
ওয়ানডে সিরিজে হারের কারণে নিতান্ত আবেগপ্রবণ হয়েই অধিনায়কের দায়িত্ব ছাড়ার ঘোষণা দিয়েছেন মুশফিকুর রহিম। গতকয়দিন এমনটাই জানাচ্ছিলেন দলের সতীর্থরা। এবার সেই পালে হাওয়া দিয়েছেন খোদ মুশফিকুর রহিম! বলেছেন, ‘ এভাবে দায়িত্ব ছাড়ার ঘোষণা দেয়া মোটেও ঠিক হয়নি।’ -বাংলামেইল
টেস্ট সিরিজে ১-১ ব্যবধানে ড্র করার পর ওয়ানডে সিরিজে খুব বাজে পারফরম করেছে সফরকারী বাংলাদেশ। সিরিজ হেরেছে ১-২ ব্যবধানে। তবে টি-টোয়েন্টি সিরিজ ১-১ ব্যবধানে ড্র করার পর নিজের কৃতকর্মের জন্য অনুশোচনাই করলেন তিনি। বললেন, ‘ঘোষণা দেয়ার পর আমি ভেবে দেখেছি, এর আগে বোর্ডের সঙ্গে আলাপ করাটা জরুরি ছিল। তবে এখন নিজের ভুল বুঝতে পারছি। তবে এখন সব কিছুই বোর্ডের ওপর নির্ভর করছে। তারা যাই সিদ্ধান্ত নেবে, সেটাই হবে।’
সিদ্ধান্তটা যে আবেগের বশেই নিয়েছিলেন তাও স্বীকার করেছেন মুশফিক। বলেছেন, ‘আসলে টিমওয়ার্কের কোনো ঘাটতি ছিল না। আমি সিদ্ধান্তটা আবেগের বশেই নিয়েছি। তবে এভাবে সিদ্ধান্তটা নেয়া উচিত হয়নি। ওই মুহূর্তে আসলে আমারই উচিত ছিল শক্তভাবে পরিস্থিতি মোকাবেলা করার। কিন্তু আমি উল্টোটা করেছি। তবে এখন নিজের ভুল বুঝতে পারছি।’