পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

মিরাজদের অনুরোধ রেখেছেন প্রধানমন্ত্রী

Posted on February 8, 2016 | in খেলাধুলা | by

ঢাকা: আগামী ১৪ ফেব্রুয়ারি মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে অনূর্ধ্ব-১৯ যুব বিশ্বকাপের ফাইনাল ম্যাচ। ম্যাচ শেষে ট্রফি তুলে দিতে ওইদিন উপস্থিত থাকবেন ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) সভাপতি জহির আব্বাস। একই সাথে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনারও উপস্থিত থাকার কথা রয়েছে।PM

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন রাজধানীর এক হোটেলে বাংলাদেশ যুব দলের সাথে এক মধ্যাহ্নভোজে যোগ দেয়ার আগে এ কথা জানান। গণমাধ্যমকে তিনি বলেন, ‘আইসিসি সভাপতি জহির আব্বাস ফাইনাল ম্যাচে পুরস্কার বিতরণী মঞ্চে থাকবেন। নিয়মানুযায়ী তিনি চ্যাম্পিয়ন দলের হাতে পুরস্কার তুলে দেবেন। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাও থাকবেন ফাইনাল ম্যাচে।’

মজার ব্যাপার হলো, সেমিফাইনালের দিনই আসতে চেয়েছিলেন শেখ হাসিনা। কিন্তু মেহেদি হাসান মিরাজের দল প্রধানমন্ত্রীকে ফাইনাল ম্যাচের দিন মাঠে চাচ্ছে। তাই পরিবর্তন করে তাকে ফাইনালে আসার অনুরোধ করা হলে অনুরোধ রেখেছেন তিনি। প্রসঙ্গত, আগামী ১১ ফেব্রুয়ারি সেমিফাইনাল খেলতে মাঠে নামবে বাংলাদেশ দল। প্রতিপক্ষ সোমবারের কোয়ার্টার ফাইনালে পাকিস্তান-ওয়েস্ট ইন্ডিজের ম্যাচে জয়ী দল। সূত্র : প্রিয়.কম

Comments are closed.

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud