পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

মিছিলে মিছিলে মুখরিত শাপলা চত্বর

Posted on May 4, 2013 | in জাতীয় | by

ঢাকা : শাপলা চত্বরে শনিবার ১৮ দলীয় জোটের মহাসমাবেশ। ইতিমেধ্য সমাবেশের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। বিকেলে অনুষ্ঠিত হবে সমাবেশ। সকাল থেকেই নেতাকর্মীদের মিছিলে মুখরিত হয়ে উঠেছে মতিঝিলের শাপলা চত্বর। ৯টার মধ্যেই সমাবেশস্থলে প্রচুর লোকের উপস্থিতি লক্ষ্য করা গেছে।

শুক্রবার সন্ধ্যায় নির্মাণ শুরু হওয়া মঞ্চের কাজ শনিবার সকালেই শেষ হয়েছে। বিকেলে শাপলা চত্বরে ১৮ দলের এই সমাবেশ মঞ্চে প্রধান অতিথির ভাষণ দেবেন বিরোধীদলীয় নেতা বেগম খালেদা জিয়া। ঢাকা মহানগর বিএনপির আহ্বায়ক সাদেক হোসেন খোকার সভাপতিত্বে বিএনপি চেয়ারপারসন ছাড়াও ১৮ দলের শীর্ষ নেতারা মঞ্চে উপস্থিত থাকবেন।

এদিকে, শনিবার ভোর থেকেই ১৮ দলীয় জোটের অন্যতম শরীক জামায়াত-শিবিরের হাজার হাজার নেতাকর্মী খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেশস্থলে উপস্থিত হয়েছেন। এখনও তাদের খণ্ড খণ্ড মিছিল আসছেই।

সমাবেশস্থল শাপলা চত্বর থেকে শুরু করে দৈনিক বাংলা মোড়, অন্যদিকে শাপলা চত্বর হয়ে নটর ডেম কলেজের সামনের সড়কে জামায়াত-শিবিরের এসব নেতাকর্মীরা অবস্থান নিয়েছেন। নেতাকর্মীরা বিরামহীনভাবে সরকারবিরোধী বিভিন্ন স্লোগান দিচ্ছেন।

মতিঝিলে গাড়ি চলাচল বন্ধ

সমাবেশকে কেন্দ্র করে মতিঝিলের শাপলা চত্বরের আশপাশের সড়কে আজ ভোর থেকেই গাড়ি চলাচল বন্ধ হয়ে গেছে। শাপলা চত্বর হয়ে টিকাটুলি, শাপলা চত্বর-দৈনিক বাংলা, শাপলা চত্বর-নটর ডেম কলেজ সড়কে গাড়ি চলাচল বন্ধ।

জামায়াত-শিবিরের নেতাকর্মীরা এসব এলাকায় অবস্থান নেওয়ায় বিকেলের সমাবেশের আগেই গাড়ি চলাচল বন্ধ হয়ে গেছে।

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud