পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

মাহি উড়ছেন….

Posted on April 7, 2016 | in বিনোদন | by

বিনোদন ডেস্ক: মাহি এখন আর আগের মতো নেই। বদলে গেছেন আমূল। ‘ভালোবাসার রঙ’ থেকে যে মাহির যাত্রা তিনি এখন ঢালিউডের শীর্ষ নায়িকা। এই উত্থানে একটু টলে যাননি মাহি। বরং আরো পরিণত হয়েছেন। অভিনয়ে, চরিত্র নির্বাচনে, সিদ্ধান্তে, কৌশলে মাহি এখন খুব সাবধানী। শীর্ষ নায়িকার আসন ধরে রাখতেই এই অবস্থান তার।

কথা হচ্ছিলো মহানায়িকা সুচিত্রার জন্মদিনে। মাহি বললেন, সুচিত্রার একটা ব্যাপার আমার খুব ভালো লাগে। উনি সারাজীবন নায়িকা থাকতে চেয়েছিলেন। নায়িকা হিসেবে দর্শকের স্মৃতিতে থাকার জন্য জীবনের প্রায় অর্ধেক সময় পর্দার আড়ালে চলে গিয়েছিলেন। আমার ওইরকম মা, দাদি, নানীর চরিত্রে অভিনয়ের ইচ্ছে নেই। আমিও সুচিত্রা সেনের মতো আড়ালে যাবো একদিন। নায়িকা জীবন থাকতে থাকতেই বিদায় নিতে চাই।’Mahi-by-Arif-Ahmed-1

কিন্তু এখনই বিদায়ের কথা নয়। ঢালিউডে মাহির এখন উত্তাল যৌবন। এই শুক্রবারই মুক্তি পাচ্ছে জাকির হোসেন রাজু পরিচালিত ‘অনেক দামে কেনা’। চার্লি চ্যাপলিনের বিখ্যাত ছবি ‘সিটি লাইট’ অবলম্বনে নির্মিত এ চলচ্চিত্রে অন্ধ ফুল কন্যার চরিত্রে দেখা যাবে মাহিকে।
অন্ধ মানুষ কাছ থেকে দেখেন নি। কিন্তু তাদের কষ্টটা অনুভব করেছেন সবসময়। সে ব্যথার কথা জানালেন। চরিত্রটি নিয়ে তার মাথাব্যাথাও কম ছিলো না। চিত্রনাট্য নিয়ে প্রচুর সময় দিয়েছেন। তবে, একটা সুবিধা নাকি মাহি খুব পেয়েছেন অন্ধ চরিত্রে অভিনয় করতে গিয়ে। সেটা হচ্ছে, আই কন্ট্যাক্ট করতে হয়নি। চোখে চোখে তাকিয়ে অভিনয়ের ঝামেলা ছিলো না। যে কোন দিকে তাকিয়ে ধীরে সুস্থে ডায়ালগ থ্রো করেছেন।’
চলচ্চিত্রটিতে মাহির সঙ্গে দেখা যাবে ঢালিউডের জাঁদরেল অভিনেতা ডিপজলকে। মূলত চিত্রনায়ক বাপ্পিই থাকছেন বেশিরভাগ দৃশ্যে। তবু অনেকদিন পর ডিপজলের পর্দায় ফেরা নিয়ে আগ্রহী হয়ে উঠেছেন দর্শক। মাহি জানালেন, ‘তার সঙ্গে আমার খুব বেশি সিকোয়েন্স নেই। তবে তিনি কাজের ব্যাপারে খুব সিরিয়াস। সাভারে তার বাড়িতেই শুটিং হয়েছে। এ সময় তার বেশ কথাও হয়েছে। অভিজ্ঞতাটা নতুন।’

আর বাপ্পি? বাপ্পি প্রসঙ্গে মাহি বললেন, ‘ও আমার খুব পছন্দের কোএক্টর। সবচেয়ে স্বাচ্ছন্দ বোধ করি তার সঙ্গে কাজ করতে। এখানেও তাই।’ অথচ, কিছুদিন আগেই গুঞ্জন উঠেছে বাপ্পির সঙ্গে আর কাজ করবেন না মাহি।সে প্রম্নের উত্তরও আদায় হলো। সে কথা বলছি একটু পর।

নানা কারণে চলচ্চিত্র ‘অনেক দামে কেনা’ মুক্তি পেতে দেরি হয়ে গেলো। বিগ বাজেটের অনেক মুভি এরই মধ্যে মাহি করে ফেলেছেন। করছেন। তাই এই ছবিটা কিছুটা বোনাস হিসেবেই ভাবছেন মাহির দর্শকরা। তাছাড়া অনেকদিন পর জাজের ছবিতে মাহি। যে প্রযোজনা প্রতিষ্ঠানের সঙ্গে এত দ্বন্দ্ব, মুখ দেখাদেখি বন্ধ, বিষ ছোড়াছুঁড়ি!

কিন্তু এখন? মাহি জানালেন, জাজের ব্যাপারে আমার আর এখন কোন সমস্যা নেই। তারা যদি আমাকে যোগ্য মনে করে সিনেমায় ডাকে আমার দিক থেকে কোন আপত্তি নেই।’

বুঝুন, এমনই বদলে গেছেন মাহি। বদলে যাওয়ার গল্প মাত্র শুরু। কেমন হবে তার ক্যারিয়ারের পরবর্তী পরিকল্পনা? শুনুন তার মুখেই- এখন থেকে বছরে তিনটি চলচ্চিত্র করতে চাই আমি। এর বেশি নয়। তিনটি চলচ্চিত্রের মধ্যে অন্তত দুটি হতে হবে নায়িকা প্রধান। একটি রোমান্টিক বা অন্যটাইপের।’

নায়িকা প্রধান? কেন? ‘দেখুন আমার কাছে হিরো থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে ডিরেক্টর। ডিরেক্টরই আমার কাছে মূল হিরো। আমি সিনেমায় কাজ কমিয়ে দিতে চাই। বছরে তিনটি ছবি করবো কিন্তু তা যেন ভালো কিছু হয়। শাকিব, বাপ্পি কিংবা আরেফিন শুভ ছাড়া কার সঙ্গে অভিনয় করবো আর? কিন্তু যদি তাদের সাথে কাজ করি আমি চাইবো হিরো হিরোইনের মধ্যে অন্তত ব্যালেন্সটা থাকবে।’

হুমায়ূনের ‘কৃষ্ণপ’ সেরে ফুরফুরে মাহি।চলছে ‘ঢাকা অ্যাটাক’। সাময়িক বিরতির পর চলচ্চিত্রটির বাকি অংশেরর শুটিং শুরু হবে কিছুদিন পরই। কাল (শুক্রবার) উড়াল দেবেন মালয়শিয়া। কিন্তু তার আগেই ঘুরে এলেন তিন দেশ- থাইল্যান্ড, মালয়শিয়া আর ভুটান। ‘আমার ভ্রমনের বাতিক আছে। হুট হাট করে এদিক সেদিক চলে যাই। বন্ধুদের নিয়ে চলে গিয়েছিলাম। খুব মজা করে এলাম।’
বাংলামেইল

Comments are closed.

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud