পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

মালয়েশিয়ায় অপহৃত ১১ বাংলাদেশি উদ্ধার

Posted on February 21, 2014 | in প্রবাসী জীবন | by

myanmar_bg_604319077ঢাকা:  মালয়েশিয়ার স্থানীয় মানব পাচার চক্রের কাছে জিম্মি ১১ বাংলাদেশিকে উদ্ধার করেছে দেশটির পুলিশ। গত কয়েক সপ্তাহ ধরে আটক ওই বাংলাদেশিদের গতকাল উদ্ধার করা হয়।  উদ্ধার হওয়া কারো নাম পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এসময় বাংলাদেশিদের সঙ্গে আরো চার মিয়ানমারের নাগরিককেও উদ্ধার করা হয়।  পুলিশ মালয়েশিয়ার জর্জ টাউনের মাকালাম স্ট্রিট ঘাউট এলাকায় দুটি ১৫-তলা ভবনে অভিযান চালিয়ে তাদের উদ্ধার করে। সবাইকে একটি রুমে তালাবদ্ধ অবস্থায় উদ্ধার করা হয়। দীর্ঘদিন অনাহারে থাকার ফলে তাদের অনেকেই অসুস্থ হয়ে পড়ে।  মালয়েশিয়ার পেনাং রাজ্যের সহকারী পুলিশ কমিশনার মোদ নাশিরের বরাত দিয়ে দেশটির ইংরেজি পত্রিকা ‘দ্য স্টার’ এ কথা জানায়।  পুলিশ জানায়, পাচারকারীরা প্রত্যেকের পরিবারের কাছ থেকে দশ হাজার মালয়েশিয়ান রিঙ্গিত দাবি করে। পুলিশ এখন চক্রের হোতাদের খুঁজছে।

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud