পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

মালেয়শিয়ার নির্বাচনে ক্ষমতাসীন দল জয়ী

Posted on May 6, 2013 | in আন্তর্জাতিক | by

MALAYSIA-ELECTIONঢাকা: মালেয়শিয়ার সাধারণ নির্বাচনে ক্ষমতাসীন জোট ন্যাশনাল ফ্রন্ট (এনএফ) জয় পেয়েছে। আর এর মাধ্যমে দেশটির ৫৬ বছরের ঐতিহ্যই ধরে রাখল দেশটির জনগণ।

নির্বাচন কমিশন জানিয়েছে, প্রধানমন্ত্রী নাজিব রাজাকের ন্যাশনাল ফ্রন্ট ২২২ আসন বিশিষ্ট পার্লামেন্টের ১৩৩ আসনে জয় পেয়েছে। তার প্রতিদ্বন্দ্বী আনোয়ার ইব্রাহিমের নেতৃত্বাধীন ত্রিদলীয় জোট পেয়েছে ৮৯ টি আসন।গত নির্বাচনের তুলনায় ৭টি আসন বেশি পেয়েছি বিরোধী দল।
রোববার স্থানীয় সময় সকাল ৮টা থেকে ভোট গ্রহণ শুরু হয়ে শেষ হয় বিকেল ৫টায় (বাংলাদেশ সময় ৩টা)। দেশব্যাপী ৮ হাজার ভোট গ্রহণ কেন্দ্রে সুশৃঙ্খলভাবে ভোটাররা সারিবদ্ধ হয়ে ভোট দেন। কয়েক ঘণ্টা পর নির্বাচনের ফলাফল প্রকাশ করে নির্বাচন কমিশন।

 

 

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud