December 22, 2025
ঝিনাইদহে মালবাহী ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে। এতে খুলনা অঞ্চলের সঙ্গে সারাদেশের ট্রেন যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। সোমবার সন্ধ্যা সোয়া ৬টার দিকে কালীগঞ্জ উপজেলার মোবারকগঞ্জ রেলস্টেশনের আউটারে জীবননগর সড়ক এলাকায় এ ঘটনা ঘটে।
দুর্ঘটনায় বগিটির সবগুলো চাকা লাইনচ্যুত হয়েছে। এছাড়া, প্রায় শতাধিক স্লিপার ক্ষতিগ্রস্ত হয়েছে। স্টেশন মাস্টার ফজলুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হয়েছে। রিলিফ ট্রেন আসলে উদ্ধার তৎপরতা শুরু হবে।
এদিকে, ট্রেন চলাচল স্বাভাবিক হতে অন্তত ৮-১০ ঘণ্টা সময় লাগতে পারে বলে রেল কর্তৃপক্ষ জানিয়েছে।