পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

মার্কিন বিমান বাহিনীর সক্ষমতা বাড়াতে আড়াই’শ মিলিয়ন ডলারের চুক্তি

Posted on August 5, 2017 | in আন্তর্জাতিক | by

আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন প্রতিরক্ষা বিভাগ বলেছে, যুক্তরাষ্ট্রের বিমান বাহিনীর যুদ্ধ পরিকল্পনা প্রক্রিয়ায় বিমান চালনা ক্ষমতা আরো বৃদ্ধির জন্যে আড়াই’শ মিলিয়ন ডলারের একটি চুক্তি করেছে। ইউএস ডিফেন্স ডিপার্টমেন্টের এক এ বিবৃতিতে এ তথ্য জানায়। এ চুক্তি অনুসারে যুক্তরাষ্ট্রের বিমান বাহিনীর যুদ্ধ পরিকল্পনায় অব্যাহত সহায়তা দেওয়া হবে। এর অংশ হিসেবে পুরো বিমান বাহিনীর পরিকল্পনা প্রক্রিয়ার পাশাপাশি কি ধরনের যুদ্ধ বিমান প্রয়োজন তার কার্যকর পরিকল্পনা ও বিমানে লাগসই অস্ত্র ও আক্রমণ ব্যবস্থা সহ বিভিন্ন বিষয় হালনাগাদ করা হবে।

এ পরিকল্পনার সিংহভাগ বাস্তবায়ন করা হবে ইউথা’র হিল এয়ার ফোর্স ঘাঁটিতে। ২০২৪ সালের জানুয়ারি নাগাদ এ পরিকল্পনা বাস্তবায়ন করা হবে বিশ্বের বিভিন্ন স্থানে মার্কিন ঘাঁটিগুলোতেও। স্পুটনিক

আমাদের সময়ডটকম

Comments are closed.

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud