পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় নিহত ৪, আহত ৬

Posted on May 26, 2013 | in সারা দেশ | by

mymensing-ban-map

ময়মনসিংহ: ঢাকা-ময়মনসিংহ সড়কে ময়মনসিংহ সদরের দেলকোলি নামক স্থানে ট্রাক ও লেগুনা মুখোমুখি সংঘর্ষে চার যাত্রী নিহত হয়েছেন। রোববার দুপুর একটার সময় এ দুর্ঘটনায় আহত হয়েছেন অপর ছয় যাত্রী।

নিহত দু’জনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন- সামসুল হুদা (৭০) ও আবদুল হাকিম (৭২)। নিহতদের সবার বাড়ি ময়মনসিংহের ভালুকা উপজেলায়।
আহতদের আশঙ্কাজনক অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে। কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সরোয়ার জানান, দুপুরে দেলকোলি নামক স্থানে ট্রাক ও লেগুনা মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে দু’জন নিহত হয়। এসময় আরো আট যাত্রী আহত হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে নিলে সেখানে চিকিৎসারত অবস্থায় অপর দু’জন নিহত হন।

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud