November 6, 2025
ঢাকা: রাজধানীর মনিপুর স্কুলের শ্যাওরাপাড়া শাখার পুরোনো ভবনের দেওয়ালে ফাটল দেখা দেওয়ায় আতঙ্কিত হয়ে পড়েছে স্কুলের শিক্ষক-শিক্ষার্থীসহ অভিভাবকরা।
এ ঘটনায় শনিবার দুপুর সাড়ে ১২টা থেকে সোয়া ১টা পর্যন্ত শিক্ষার্থী ও অভিভাবকরা স্কুলের অধ্যক্ষকে অবরুদ্ধ করে রাখে। পরে পুলিশ গিয়ে ক্ষুব্ধ ছাত্র-ছাত্রী ও অভিভাবকদের বুঝিয়ে অবরুদ্ধ অধ্যক্ষকে উদ্ধার করে।
এদিকে ফাটল দেখা দেওয়ার পর থেকে ওই ভবনে ক্লাস নেওয়া বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। এরপর স্কুল কর্তৃপক্ষ ঘোষণা দেন বিশেষজ্ঞ প্রকৌশলীদের এনে পরীক্ষা করানোর পরই সিদ্ধান্ত নেওয়া হবে এ ভবনে ক্লাশ নেওয়া হবে কি-না।
কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী ওয়াজেদ আলী জানান, ফাটলের খবরে অভিভাবকরা আতঙ্কিত হয়ে পড়েন।
তবে অধ্যক্ষকে অবরুদ্ধ করার কথা অস্বীকার করেন তিনি।