পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

বেড়েছে গুড়া দুধের দাম, কমেছে চালের

Posted on May 12, 2013 | in ব্যবসা-অর্থনীতি | by

DSC_0078

ঢাকা: কয়েক সপ্তাহের ব্যবধানে আবারও বেড়েছে গুঁড়া দুধের দাম। এপ্রিল মাসে বেড়েছিল দু’দফা। মে মাসের প্রথম সপ্তাহে আবারও কেজিপ্রতি প্যাকেটজাত গুঁড়া দুধের দাম বেড়েছে ৩০ থেকে ৪০ টাকা। তবে কমেছে চালের দাম। বোরো ধান চাষিদের ঘরে উঠতে শুরু করেছে। ফলে কমেছে সব ধরনের চালের দাম। তবে আগামী সপ্তাহে চালের দাম আরও কমতে পারে বলে জানিয়েছেন পাইকারি ও খুচরা চাল বিক্রেতারা।

রোববার নগরীর পাইকারি ও খুচরা বাজার ঘুরে দেখা গেছে এমন চিত্র।

রাজধানীতে প্যাকেটজাত মার্কস গুঁড়া দুধ বিক্রি হচ্ছে ৫০০ টাকা। এক সপ্তাহের ব্যাবধানে দাম বেড়েছে কেজিপ্রতি ২০ টাকা। মাসওয়ারী হিসাব করলে দেখা যায়, প্যাকেটজাত গুঁড়া দুধের দাম কেজিপ্রতি ৫০ থেকে ৬০ টাকা বেড়েছে। বর্তমানে প্রতিকেজি প্যাকেটজাত ডিপ্লোমা বিক্রি হচ্ছে ৬০৫ টাকা। এক মাস আগেও এর দাম ছিল ৫৫৫ টাকা। রেডকাউ বিক্রি হচ্ছে ৬১০, এক মাস আগে ছিল ৫৫০ টাকা। প্যাকেটজাত টুডে গুঁড়া দুধ ৪৩০ থেকে বেড়ে বিক্রি হচ্ছে ৪৯০ টাকায়।

বাজার নতুন বোরো চাল সরবরাহ শুরু হওয়াতে কমতে শুরু করেছে পুরানো চালের দামও। প্রকার ভেদে প্রতিকেজি মিনিকেট চাল বিক্রি হচ্ছে ৪০, ৪২ এবং ৪৪ টাকা দরে। নাজিরশাইল ৪০ ও ৪২ টাকা দরে। মোটা  স্বর্ণা ৩০ টাকা দরে বিক্রি হচ্ছে। পোলাউ চালের দামও কেজিপ্রতি ২ টাকা কমে বিক্রি হচ্ছে ৯৮ টাকায়।

তবে দাম চড়া মাছের বাজারে। বিক্রেতারা বলছেন, মাছের মৌসুম না হওয়ায় দাম বাড়ছে। প্রতিকেজি তেলাপিয়া ১৩০ থেকে ১৬০, কই ২৭০, মাগুর ৬০০, মাঝারি শিং ৫০০, বড় সাইজের শিং ৭০০, পাঙ্গাস ১৪০, থাই পাঙ্গাস ১৮০, বড় রুই ৩০০, মাঝারি রুই ২৫০, বোয়াল ৫৫০, ভেটকি ৪০০, কাতলা ৩৫০ টাকা দরে বিক্রি হচ্ছে।

বড় সাইজের গলদা চিংড়ি ৯০০ ও মাঝারি সাইজের গলদা চিংড়ি ৭০০ টাকা দরে বিক্রি হচ্ছে। বৈশাখের পর ইলিশের দাম কিছুটা কমলেও আবারও ইলিশ মাছে বৈশাখী আগুন লক্ষ্য করা গেছে। রাজধানীর নিউমার্কেটে ৯০০ গ্রাম ওজনের একটি ইলিশ দেখা গেছে ১২০০ টাকায় বিক্রি হতে।

গত সপ্তাহের তুলনায় কমেছে পেঁয়াজের দাম । প্রতিকেজি দেশি পেঁয়াজ ৩০ ও আমদানি নির্ভর ভারতীয় পেয়াজ ২৫ টাকা দরে বিক্রি হচ্ছে।

রসুন ও আদার দামও বেড়েছে আরেক ধাপ। প্রতিকেজি চায়না আদা ৮৫ থেকে ৯০ ও দেশি আদা ১১০ টাকা দরে বিক্রি হচ্ছে। আলুর দাম কমে কেজিপ্রতি বিক্রি হচ্ছে ১৩ টাকায়।

স্থিতিশীল রয়েছে ব্রয়লার মুরগি ও ডিমের দাম। প্রতিকেজি ব্রয়লার ১৪৫ টাকা দরে বিক্রি হচ্ছে। প্রতি হালি সাদা ডিম ৩২, লাল ৩৩, হাঁস ৩৬ ও দেশি মুরগির ডিম বিক্রি হচ্ছে ৩৮ টাকা দরে।

হরতালে নগরীতে রাতে সবজির ট্রাক প্রবেশ করার কারণে সবজির দামও স্থিতিশীল রয়েছে। প্রতিকেজি পেঁপে ৪০, টমেটো ৩০, ঢেঁড়স ২৫, করলা ২০, ঝিঙা ৪০, চিচিঙা ৩০, বরবটি ৩০, পটল ৩০, শসা ২০, শিম ৬০, গাজর ২০, কাঁচা মরিচ ৫০, গোল বেগুন ৪৫, লম্বা বেগুন ৩০ ও কাঁচা কাঁঠাল ৪০ টাকা দরে বিক্রি হচ্ছে।

সয়াবিন তেলের দামও রয়েছে স্থিতিশীল। প্রতিকেজি ১৩৪ টাকা ও ৫ লিটারের বোতলজাত সয়াবিন ৬৬০ থেকে ৬৬৫ টাকা দরে বিক্রি হচ্ছে।

তবে কমেছে সব ধরনের ডালের দাম। প্রতিকেজি চিকন দানা মশুর ডাল ১১০, মোটা দানা ৭৫, মুগ ১২০, ছোলা বুট ৯০ টাকা দরে বিক্রি হচ্ছে।

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud