পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

কাল ঢাকা জেলায় বিএনপির সকাল-সন্ধ্যা হরতাল

Posted on May 21, 2013 | in জাতীয় | by

Copy of 1706flag_of_bangladesh_nationalist_party

ঢাকা: বিএনপির যুগ্ন মহাসচিব আমান উল্লাহ আমানসহ নেতাকর্মীদের মুক্তির দাবিতে বুধবার ঢাকা জেলায় সকাল-সন্ধ্যা হরতাল আহ্বান করেছে ঢাকা জেলা বিএনপি। এদিন ঢাকা জেলার উপজেলা, থানা ও পৌরসভাগুলোতে হরতাল পালন করবে দলটি। তবে ঢাকা মেট্রোপলিটন এলাকা হরতালের আওতামুক্ত থাকবে।

মঙ্গলবার এক প্রেস বিজ্ঞপ্তিতে এ হরতাল আহ্বান করা হয়। ঢাকা জেলা বিএনপির সভাপতি বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুল মান্নান হরতাল আহ্বান করেন।

উল্লেখ্য, পুলিশের ওপর হামলা ও ভাঙচুরের অভিযোগে গত ১১ মার্চ বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে অভিযান চালিয়ে ১৫৭ জন নেতাকর্মীকে আটক করা হয়। তবে পরদিন আটক তিন শীর্ষ নেতা ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ভাইস-চেয়ারম্যান আলতাফ হোসেন চৌধুরী ও সাদেক হোসেন খোকাকে ছেড়ে দেওয়া হয়। বাকি ১৫৩ নেতাকে জেলহাজতে পাঠানোর পর তাদের মধ্যে ১৫১ জনকে বিভিন্ন মেয়াদে রিমান্ডে নেয় পুলিশ।

আমান উল্লাহ আমানসহ অনেক নেতাকর্মী এখনও আটক রয়েছেন।  একই দাবিতে গত ২১ মার্চও সকাল-সন্ধ্যা হরতালের ডাক দেয় ঢাকা জেলা বিএনপি।

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud