November 6, 2025
বিনোদন ডেস্ক: অনেকদিনই দেখা নেই নব্বই দশকের বলিউডি ‘সেক্সবোম্ব’ হিসেবে আলোচিত নায়িকা মমতা কুলকার্নির। তবে সমপ্রতি তিনি আলোচনায় এসেছেন কুখ্যাত মাদক চোরাকারবারী ভিকি গোস্বামীকে বিয়ে করে। ভিকি ১৯৯৭ সাল থেকে সংযুক্ত আরব আমিরাতের জেলে আটক ছিলেন। তিনি দুবাইতে প্রায় সাড়ে ১১ টন নেশার ট্যাবলেটসহ পুলিশের হাতে ধরা পড়েন, যার আনুমানিক অর্থমূল্য প্রায় ৬ মিলিয়ন ডলার। এর জন্য আরব আমিরাতের আইনে তার যাবজ্জীবন কারাদণ্ড হয়।
যদিও ভাল আচরণের জন্য গত বছর তিনি ছাড়া পান। ধারণা করা হচ্ছে, ভিকি জেলে থাকতেই মুসলমান ধর্ম গ্রহণ করেছিলেন এবং বিয়ের আগে মমতাকেও ধর্মান্তরিত করেছেন। বর্তমানে দুবাইয়ে মমতা তার স্বামীর আবাসন ব্যবসা সামলাচ্ছেন বলে জানা গেছে। উল্লেখ্য, নব্বই দশকে প্রথম একটি বিনোদন ম্যাগাজিনের জন্য বিবসনা মডেল হয়ে আলোচনার ঝড় তুলেছিলেন মমতা। এছাড়া তিনি রাকেশ রোশনের ‘কারান অর্জুন’ ছবিতেও টপলেস দৃশ্যে অভিনয় করে আলোচিত হন। বলিউডে মমতা কুলকার্নি অভিনীত জনপ্রিয় ছবিগুলো হলো ‘আশিক আওয়ারা’, ‘ক্রান্তিবীর’, ‘সবসে বড়া খিলাড়ি’ ইত্যাদি।