পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

বিভিন্ন স্থানে বজ্রপাতে ৭ জনের মৃত্যু

Posted on March 30, 2015 | in জাতীয় | by

বজ্রপাতডেস্ক রিপোর্ট : দেশের বিভিন্ন স্থানে বজ্রপাতে ৭ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে চাঁপাইনবাবগঞ্জে ৪ জন, দিনাজপুরে দাওয়াত খেয়ে বাড়ি ফেরার পথে ২ জন এবং লালমনিরহাটে ১ জনের মৃত্যু হয়েছে। এসব ঘটনায় ১ বছরের শিশুসহ আহত হয়েছেন আরও ৭ জন। এছাড়া মারা গেছে ৯টি গরু।
আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর-
চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জে পৃথক স্থানে বজ্রপাতের ঘটনায় মা মেয়েসহ চারজনের মৃত্যু হয়েছে। সোমবার সন্ধ্যায় সদর ও শিবগঞ্জ উপজেলায় বজ্রপাতের এসব ঘটনা ঘটে।
মৃতরা হলেন- চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার নারায়নপুর ইউনিয়নের সোনারদিচর গ্রামের মো. আশরাফুলের স্ত্রী ফুলেরা বেগম (৩৫), তার মেয়ে ববিতা (৯), একই উপজেলার সুন্দরপুর ইউনিয়নের ছাবানিয়া গ্রামের এনামূল হকের স্ত্রী রেবিনা বেগম (৫০) ও শিবগঞ্জ উপজেলার ছত্রাজিতপুর ইউনিয়নের বহালাবাড়ী গ্রামের মোফাজ্জ্বল হোসেনের ছেলে সাইদুর রহমান (২৫)।
পুলিশ, সংশ্লিষ্ট চেয়ারম্যান ও স্থানীয়রা জানান, সন্ধ্যার আগে হঠাৎ ঝড় বৃষ্টি শুরু হলে সদরের সোনারদিচর গ্রামের গৃহবধূ ফুলেরা বেগম ও তার মেয়ে ববিতা ঘটনাস্থলেই মারা যায়। এসময় গোয়াল ঘরে থাকা ৯টি গরুর মৃত্যু হয়। একইভাবে বজ্রপাতে ছাবানিয়া গ্রামের গৃহবধূ রেবিনা বেগম (৫০) ও শিবগঞ্জের বহালাবাড়ীর সাইদুর ঘটানস্থলে মারা যায়।
দিনাজপুর: বিরলে আত্মীয়র বাড়িতে দাওয়াত খেয়ে বাড়ি ফেরার পথে বজ্রপাতে মোছা. মনোয়ারা বেগম (৫০) ও মো. মহবুর রহমান (৩২) নামে দু’জনের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন মহবুর রহমানের স্ত্রী মোছা. নাসিমা বেগম (২৫) ও ছেলে বাবু (০১)।
নিহত মনোয়ারা বেগম উপজেলার কালিয়াগঞ্জ গোপিনাথপুর গ্রামের মো. আব্দুল খালেকের স্ত্রী এবং মহবুর রহমান বামনগাঁও গ্রামের মো. এমাজ উদ্দিনের ছেলে।
সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার উপজেলার ঢেলাপীর নামকস্থানে এ ঘটনা ঘটে।
লালমনিরহাট: পাটগ্রামে বজ্রপাতে আমিনুর ইসলাম (৩৭) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনা আহত হয়েছেন আরও পাঁচ জন।
সোমবার দুপুরে উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের ইসলামপুর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আমিনুর ইসলাম একই এলাকার মৃত আকাশুরের ছেলে।
এলাকাবাসী জানান, মাঠে কাজ করার সময় হঠাৎ বজ্রপাতে আমিনুর ইসলাম মারা যান। এ ঘটনায় শ্রীরামপুর ইউনিয়নের ইসলামপুর এলাকার জসিমুদ্দিনের ছেলে রুহুল আমীন (২৭), সফিকুল ইসলামের ছেলে নাজমুল (২৫), একই উপজেলার পাটগ্রাম ইউনিয়নের ধবলসতী এলাকার ইসমাইল হোসেনের মেয়ে নূর বানু (১০), একই এলাকার ফরিদুলের মেয়ে ফেরদৌসি (১৬), দহগ্রাম ইউনিয়নের কালারডাঙ্গা এলাকার আজিজুল হকের ছেলে জয়নাল আবেদিন (২৫) আহত হন।

Comments are closed.

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud