পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন ঘটালে সর্বোচ্চ ১০ বছরের কারাদণ্ড

Posted on July 31, 2017 | in জাতীয় | by

ডেস্ক রিপোর্ট : নাশকতার উদ্দেশ্যে বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন ঘটালে সর্বোচ্চ ১০ বছরের কারাদণ্ডের বিধান রেখে বিদ্যুৎ আইন-২০১৭ এর খসড়ায় চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

সোমবার সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিপরিষদের নিয়মিত বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়। আইনে বিদ্যুৎ উপকেন্দ্র, বিতরণ কিংবা সঞ্চালন লাইন অথবা বিদ্যুতের গুরুত্বপূর্ণ স্থাপনায় কেউ নাশকতার উদ্দেশ্যে বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন ঘটালে সর্বোচ্চ ১০ বছরের কারাদণ্ড বা ১০ কোটি টাকা পর্যন্ত অর্থদণ্ডের বিধান রাখা হয়েছে।

এছাড়া উভয়দণ্ডেরও বিধান রয়েছে আইনটিতে। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সাংবাদিকদের এসব সিদ্ধান্তের কথা জানান।

Comments are closed.

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud