পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

বার্সায় নেইমার

Posted on May 13, 2013 | in খেলাধুলা | by

Neymarনেইমার গত কাল বার্সেলোনার চুক্তিপত্রে সই করেছেন। মাত্র ২৭ মিলিয়ন ইউরোয়। একটি লাতিন আমেরিকান সংবাদ সংস্থার খবর অনুযায়ী, স্যান্টোস আর বার্সা দুই ক্লাবের প্রেসিডেন্ট যথাক্রমে অদিলিও রদ্রিগুয়েজ এবং সান্দ্রো রসেলের উপস্থিতিতে নেইমার চলতি সপ্তাহেই বার্সেলোনা বসে চুক্তি করেছেন।

বতর্মান ব্রাজিল দলের সেরা ফরোয়ার্ডকে পরের মরসুমে দেখা যাবে মেসির পাশে খেলতে। নেইমারকে নেওয়ার জন্য স্যান্টোসকে চুক্তির অর্থের ৪৫ শতাংশ দিচ্ছে বার্সেলোনা। রবিবারই বার্সার ভাইস প্রেসিডেন্ট কার্লেস ভিলারুবি তাৎপর্য ভাবে মন্তব্য করেন, “পরের মরসুমে এক জন গোলকিপার, সেন্ট্রাল ব্যাক আর ফরোয়ার্ড আমরা নেব।” ওই শীর্ষকর্তার কথায়, চ্যাম্পিয়ন্স লিগ সেমিফাইনালে দু’পর্ব মিলিয়ে বায়ার্ন মিউনিখের কাছে সাত গোল হজম করা গোলকিপার ভিক্টর ভালদেস নিজেই নাকি বার্সাকে জানিয়েছেন, তিনি পরের মরসুমে এই ক্লাবে থাকবেন না।
এ ছাড়া সেন্ট্রাল ব্যাক পিকে-র ফর্ম খুব খারাপ গিয়েছে এ মরসুমে। আর বার্সায় খানিকটা দাভিদ ভিয়া ছাড়া স্ট্রাইকার বলতে কেউ নেই। মেসি ছাড়াও পেদ্রো, আলেক্সি সাঞ্চেজ, ফাব্রেগাসসবাই খেলে থাকেন ‘ফলস নাইন’-এ। যার গুণাগার এ বার দিতে হয়েছে বার্সাকে। নেইমারকে সই করিয়ে সেই নিখাদ স্ট্রাইকারের শূন্যস্থান পূরণ করল বার্সা।

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud