পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

বাজেটে যেসব পণ্যের দাম বাড়ছে, কমছে

Posted on June 6, 2013 | in জাতীয় | by

anigif

এ কে আজাদ: আগামী ২০১৩-১৪ অর্থবছরের জন্য ২ লাখ ২২ হাজার ৪৯১ কোটি টাকার বাজেট প্র¯ত্মাবনা উপস্থাপন করছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। প্র¯ত্মাবিত এ বাজেটে দাম বাড়বে- সিগারেট, বিদেশি এলপি গ্যাস, আমদানিকৃত গুঁড়ো দুধ, চিপস, ফ্লোট গ্লাস ও রডের কাঁচামাল, আমদানিকৃত সংবাদপত্রের নিউজপ্রিন্টের।

আর দাম কমবে- দেশে উৎপাদিত গুঁড়ো দুধ, দেশিয় কাগজ, ঢেউটিন, দেশে তৈরি সিরামিক ও গ্লাস, সোলার সিস্টেম, বিদেশি ওভেন ফ্রেব্রিক্স, ডিজিটাল ক্যামেরা ও ওয়েবক্যাম, মোবাইল ফোনের সিমকার্ড, পর্যটন খাতের যন্ত্রপাতি, মেডিক্যাল যন্ত্রপাতি, অপটিক্যাল ক্যাবল,এলইডি সোলার ল্যাম্প, মিনিবাস চেসিস, গাড়ির উইন্ডশিন্ড গ্লাস ও অগ্নিনির্বাপক যন্ত্রের।

এছাড়া দাম কমার তালিকায় আরো রয়েছে- দেশে উৎপাদিত সৌন্দর্য ও প্রসাধন সামগ্রী, ত্বক ও কেশ পরিচর্যার সামগ্রী, মশার কয়েল, শেভিং ও টয়লেট্রিজ সামগ্রী,পোল্ট্রি, ডেয়ারি, ফিশ ফিড, সকল প্রকার সার, ইনসুলিন, ইনসুলিন পেন, স্ট্রেপকোকাইনেজ, পঙ্গু ও প্রতিবন্ধীদের ব্যবহার্য হুইল চেয়ার, অন্ধদের জন্য তৈরি করা ঘড়ি, লাইফ বোর্ড, জাহাজের যন্ত্রপাতি, ডাম্প ট্রাক, সুপারশপের বিভিন্ন যন্ত্রাংশ যেমন- কেবিনেট, শোকেস, ডিসপ্লে কাউন্টার

বৃহস্পতিবার বেলা ৩টা ২০ মিনিটে জাতীয় সংসদে বাজেট উপস্থাপন শুরু করেন তিনি। সংসদে উপস্থিত আছেন প্রধানমন্ত্রী ও সংসদ নেতা শেখ হাসিনা। তবে উপস্থিত নেই বিরোধীদলীয় নেতাসহ বিরোধী জোটের কোনো সংসদ সদস্য। মহাজোট সরকারের শেষ এই বাজেটের আকার নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২২ হাজার ৪৯১ কোটি টাকা। এর মধ্যে ঘাটতি ধরা হয়েছে ৫৫ হাজার ৩২ কোটি টাকা, ব্যাংক থেকে ঋণ নেবে ২৫ হাজার ৯৯৩ কোটি টাকা। রাজস্ব আয়ের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৭৪ হাজার ১২৯ কোটি টাকা। এডিপিতে বরাদ্দ দেয়া হয়েছে ৭২ হাজার ২৮৫ কোটি টাকা।

প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৭ দশমিক ২ শতাংশ। সে হিসেবে জিডিপি ১১ লাখ ৮৮ হাজার ৮০০ কোটি টাকা। আর বার্ষিক মূল্যস্ফীতি ধরা হয়েছে ৭ শতাংশ।বাজেটে সর্বোচ্চ বরাদ্দ দেয়া হয়েছে যোগাযোগ অবকাঠামো খাতে। এ খাতে বরাদ্দ দেয়া হয়েছে ১৯ হাজার ২৬০ কোটি টাকা। এর মধ্যে সড়ক যোগাযোগ ও রেলপথ খাতে দেয়া হয়েছে ১৮ হাজার ২৩২ কোটি ৭৩ লাখ টাকা। আর পদ্মা সেতুর জন্য বরাদ্দ দেয়া হয়েছে ৬ হাজার ৮৫২ কোটি টাকা, যা একক খাত হিসেবে সর্বোচ্চ।

এছাড়া প্রতিরক্ষা খাতে বরাদ্দ দেয়া হয়েছে ১৪ হাজার ৫৬৫ কোটি ৫১ লাখ ১৫ হাজার কোটি টাকা। আর প্রাথমিক ও গণশিক্ষা খাতে বরাদ্দ দেয়া হয়েছে ১১ হাজার ৯৩৫ কোটি ৩৭ লাখ টাকা। আর কৃষি ও পল্লী উন্নয়নে খাতে বরাদ্দ হচ্ছে ১৬ হাজার ৭৩২ কোটি টাকা। বাজেটে মোট রাজস্ব আয় প্রাক্কলন নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৬৭ হাজার ৪৫৯ কোটি টাকা। মোট ভর্তুকি ধরা হয়েছে ১৫ হাজার ৫১৬ কোটি টাকা।

বাজেটে করমুক্ত ব্যক্তি আয়ের সীমা নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২০ হাজার টাকা। এছাড়া মহিলা ও ৬৫ বছরের উর্ধ্বে ২ লাখ ৫০ হাজার এবং প্রতিবন্ধীদের জন্য ব্যক্তি আয়ের সীমা নির্ধারণ করা হয়েছে ৩ লাখ টাকা।
বাজেটে ন্যূনতম প্রদেয় কর নির্ধারণ করা হয়েছে সিটি করপোরেশন এলাকায় ৩ হাজার টাকা, জেলা সদরে ২ হাজার এবং উপজেলায় ১ হাজার টাকা।বেলা ৩টা ১৫ মিনিটে প্রধানমন্ত্রী ও সংসদ নেতা শেখ হাসিনার সঙ্গে অর্থমন্ত্রী অধিবেশন কক্ষে প্রবেশ করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত অধিবেশনে তিনি বাজেট প্র¯ত্মাবনা বক্তব্য শুরু করেন।

এর আগে মন্ত্রিসভা আজ এক বিশেষ বৈঠকে ২০১৩-১৪ অর্থবছরের প্রস্তাবিত বাজেট অনুমোদন করেছে। জাতীয় সংসদ ভবনে মন্ত্রিসভা কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর আগে সংসদ ভবনে মন্ত্রীসভার বৈঠকে প্রস্তাবিত বাজেট অনুমোদন দেওয়া হয়।

অর্থমন্ত্রীর বিরাট ব্যয়ের বাজেটের মধ্যে বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) ধরা হয়েছে ৬৫ হাজার ৮৭০ কোটি টাকা। আর বাকি এক লাখ ৫৬ হাজার ৬২১ কোটি টাকার অনুন্নয়ন-ব্যয় নির্ধারণের প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী। শতকরা হিসাবে এডিপি হচ্ছে মোট দেশজ উৎপাদনের (জিডিপি) ৫ দশমিক ৫ শতাংশ। আর অনুন্নয়ন-ব্যয় জিডিপির ১৩ দশমিক ২ শতাংশ।

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud