পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

বাংলাদেশ সেনাবাহিনী ফুটবলে চ্যাম্পিয়ন কুমিল্লা

Posted on May 21, 2013 | in দুর্নীতি দমন কমিশন | by

isppr-sm20130521070523

ঢাকা: বাংলাদেশ সেনাবাহিনী ফুটবল প্রতিযোগিতা ২০১৩‘এ চ্যাম্পিয়ন হয়েছে কুমিলা অঞ্চল দল। যশোর সেনানিবাসে অনুষ্ঠিত এই টুর্নামেন্টে রানার আপ হয়েছে ঢাকা লগ এরিয়া দল।

বাংলাদেশ সেনাবাহিনীর বিভিন্ন ফরমেশনের মোট ১২টি দল নিয়ে ১৫ মে শুরু হয়েছিল এই প্রতিযোগিতা।

প্রতিযোগিতায় কুমিল্লা অঞ্চল দলের কর্পোরাল তারেক আজিজ শ্রেষ্ঠ খেলোয়াড় বিবেচিত হন। শ্রেষ্ঠ নবীন খেলোয়াড় হওয়ার গৌরব অর্জন করেন ঢাকা লগ এরিয়া দলের সৈনিক এমটি মিনহাজ।

মঙ্গলবার সমাপনী অনুষ্ঠানে জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) ৫৫ পদাতিক ডিভিশন ও যশোর এরিয়া কমান্ডার মেজর জেনারেল রেজানুর রহমান খান, পিএসসি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী ও রানারআপ দলের মধ্যে পুরস্কার বিতরণ করেন।

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud