পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

বাংলাদেশে স্মিথদের সফলতার মন্ত্র দিলেন গিলেস্পি

Posted on June 23, 2017 | in খেলাধুলা | by

সবশেষ ২০০৬ সালে বাংলাদেশ সফর করেছিল অস্ট্রেলিয়া। তখনকার সেই সফরে অতিমানবীয় এক ইনিংস খেলে ইতিহাস হয়ে আছেন অস্ট্রেলিয়ান পেসার জেসন গিলেস্পি। চট্টগ্রাম টেস্টে ৩ নম্বরে নেমে করেছিলেন ২০১ রানের আলো ঝলমলে ইনিংস! অতিমানবীয় সেই ইনিংসের পর টেস্ট জয়ের নায়কও ছিলেন এই পেসার! সেই পেসারই বাংলাদেশ সফরে আসতে যাওয়া অস্ট্রেলিয়া দলকে নিজের সাফল্যের গোপনমন্ত্র বলে দিয়েছেন। অবশ্য এক্ষেত্রে মজা করেই কৌশলটা বলেছেন গিলেস্পি, ‘ইউটিউবে অস্ট্রেলিয়া ক্রিকেট দলের ছেলেদের সার্চ দেওয়া উচিত এভাবে- টেস্ট ক্রিকেটের সেরা ইনিংস এবং ২০১ নট আউট- এটা প্রথমে করতে হবে। বাংলাদেশে ব্যাটিং করার শিল্পটা আত্মস্থ করতে এটা দেখা উচিত অবশ্যই। কারণ ওখানে ব্যাট করা কিন্তু অত সহজ নয়।’

তা দ্বিতীয় ওই টেস্টে গিলেস্পির সাফল্যের কারণ কী? শুনুন তার মুখেই, ‘লোয়ার অর্ডারের একজন ব্যাটসম্যান হিসেবে আমার পরিকল্পনা ছিল খুবই সরল। সামনের প্যাড বিপজ্জনক এলাকার বাইরে রেখে শুধু বল হিট করা। তখন অফ স্টাম্পের বল আর ফিল্ডার যেখানে ছিল না সেখানে মেরেই স্কোর করেছি।’

২০০৬ সালের সেই সফরই অস্ট্রেলিয়ার একমাত্র বাংলাদেশ সফর ছিল। তাই আসন্ন সিরিজে জায়গা পাওয়া অসি তারকারা বাংলাদেশের কন্ডিশন সম্পর্কে একেবারেই অজানা। সেক্ষেত্রে গিলেস্পির ব্যাটিংয়ের এই সবক কাজে আসলেও আসতে পারে অসিদের!

সূত্র : বাংলাট্রিবিউন।

Comments are closed.

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud