November 6, 2025
বাংলাদেশের সাম্প্রতিক সহিংসতার ঘটনায় উদ্বেগ প্রকাশ করে দেশবাসীর প্রতি শান্ত থাকার আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব বান কি মুন।
গত রোববার হেফজতে ইসলাম নামক ইসলামি সংগঠনের কর্মসূচিকে কেন্দ্র করে রাজধানী ঢাকাসহ বাংলাদেশের বিভিন্ন স্থানে ব্যাপক সহিংসতার ঘটনা ঘটে। এতে ৩০ জনেরও বেশি লোক প্রাণ হারায়।
মঙ্গলবার জাতিসংঘ কার্যালয় থেকে প্রকাশিত এক বিবৃতিতে মহাসচিব বান কি মুন বাংলাদেশের সাম্প্রতিক সহিংসতা এবং হতাহতের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে সহিংসতা বন্ধের আহ্বান জানান।
বিবৃতিতে জাতিসংঘ মহাসচিব দেশের আইন শৃঙ্খলার প্রতি সবাইকে সম্মান প্রদর্শন করে শান্তিপূর্ণভাবে নিজেদের মতামত তুলে ধরার আহ্বান জানান। তিনি এ ঘটনায় নিহতদের জন্য দুঃখ প্রকাশ করেন।
একই সঙ্গে তিনি বাংলাদেশের সব রাজনৈতিক ও ধর্মীয় নেতাদের প্রতি গঠনমূলক সংলাপ বিনিময়ের মাধ্যমে উত্তেজনা কমিয়ে আনার অনুরোধ জানান।
গত রোববার ও সোমবার ঢাকাসহ বাংলাদেশের বিভিন্ন স্থানে হেফাজতে ইসলামের কর্মীদের সঙ্গে পুলিশের রক্তক্ষয়ী সংঘর্ষের পরিপ্রেক্ষিতে এই বিবৃতি দিলেন মুন।