পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

বাংলাদেশের শ্বাসরুদ্ধকর হার

Posted on February 12, 2014 | in খেলাধুলা | by

178613চট্টগ্রাম:  জয়ের বেশ কাছে গিয়েও শ্রীলঙ্কার কাছে প্রথম টি-টোয়েন্টিতে দুই রানে হারল বাংলাদেশ। দুই ম্যাচের সিরিজে ১-০ তে এগিয়ে গেল লঙ্কানরা।

শ্রীলঙ্কা: ১৬৮/৭ (২০ ওভার)
বাংলাদেশ: ১৬৬/ (২০ ওভার)

৪১ বলে ৫০ রান করেন এনামুল।
এদিন জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে প্রথমবারের মতো আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ শুরু হলো। অভিষেক হওয়া স্পিনার আরাফাত সানি দারুণ সঙ্গ দিলেন বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসানকে। দুজনের ঘূর্ণিতে স্বাগতিকরা শ্রীলঙ্কার ব্যাটিং ইনিংসের লাগাম টেনে ধরেছিল। প্রথমবারের মতো লঙ্কানদের বিপক্ষে টি-টোয়েন্টি জয়ের অভিজ্ঞতা পেতে বাংলাদেশের লক্ষ্য ১৬৯ রান। মুশফিকুর রহিম ছিলেন না। তার অনুপস্থিতিতে দলের নেতৃত্ব পান মাশরাফি মুর্তজা। টস জিতে ফিল্ডিং নিয়ে প্রথম ওভারের শেষ বলে তিলকরত্নে দিলশানকে বোল্ড করে দর্শকদের উল্লাসে মাতান এই ডানহাতি পেসার। শেষ ওভারেও দলের সপ্তম উইকেট পান মাশরাফি, নুয়ান কুলাসেকারা ২২ বলে ৩১ রানে শামসুর রহমানের তালুবন্দি হন।

এর মাঝে সাকিব ও আরাফাতের জোড়া আঘাত ছিল দেখার মতো। কুশল পেরেরা ও দিনেশ চান্দিমাল ঝড় তুললেও তা থামিয়েছেন সাকিব। চান্দিমাল ছয় মারতে গিয়ে লং অনে সীমানার প্রান্তে দাঁড়িয়ে থাকা ফরহাদ রেজার তালুবন্দি হন। পরের ওভারে এই অলরাউন্ডার নাসির হোসেনের হাতে ক্যাচ তুলে দিতে বাধ্য করেন কুমার সাঙ্গাকারাকে। পেরেরা চতুর্থ টি-টোয়েন্টি ফিফটি হাঁকিয়ে ব্যক্তিগত ৬৪ রানে আউট হন আরাফাতের ঘূর্ণিতে। অভিষেকে খেলতে নামা স্পিনার তার প্রথম উইকেট তুলে নেন সেক্কুজে প্রসন্নকে সাজঘরে পাঠিয়ে। কয়েক ওভার পর এই বাঁহাতির ঘূর্ণিতে ডিপ মিড উইকেটে একেবারের সীমানায় দাঁড়িয়ে থাকা এনামুল হক দুর্দান্ত ক্যাচ ধরেন।

টস জিতে ফিল্ডিং নেওয়ার কারণ হিসেবে মাশরাফি বলেন, বাংলাদেশ টার্গেটে খেলতেই পছন্দ করে। এদিন আরাফাতের সঙ্গে আন্তর্জাতিক অভিষেক হলো উইকেটরক্ষক ব্যাটসম্যান মিথুন আলীর। ২০১১ সালের ডিসেম্বরের পর আবারও আন্তর্জাতিক মঞ্চে খেলতে নেমেছেন অলরাউন্ডার ফরহাদ রেজা।

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud