পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

বহুল আলোচিত মেট্রোরেল আইনের খসড়া চূড়ান্ত অনুমোদন

Posted on November 10, 2014 | in জাতীয় | by

ঢাকা: মেট্রোরেল আইন ২০১৪ এর খসড়া চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।সোমবার সচিবালয়ে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এ অনুমোদন দেয়া হয়। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভুইঞা সাংবাদিকদের এ কথা জানান।প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে 15TH_METRORAIL_1756924fমন্ত্রিসচিব সচিব সাংবাদিকদের বলেন, ‘মেট্রোরেল প্রকল্পটি একটি বড় প্রকল্প। ২২ হাজার কোটি টাকা ব্যয় হবে এ প্রকল্পে। এতে সাড়ে ৫ হাজার কোটি টাকার সংস্থান করবে সরকার। বাকি টাকা দেবে জাপানি দাতা সংস্থা জাইকা।’ তিনি বলেন, ‘মূলত ঢাকা শহরের যানজট নিয়ন্ত্রণে এ প্রকল্প গ্রহণ করা হয়েছে।’ সচিব জানান, মেট্রোরেলের রুট হবে উত্তরা থার্ড ফেজ থেকে পল্লবী, রোকেয়া সরণী, ফার্মগেট শাহবাগ, দোয়েল চত্বর ও বাংলাদেশ ব্যাংক। এ মেট্রোরেল তৈরি হলে প্রতি ঘণ্টায় ৬০ হাজার যাত্রী যাতায়াত করতে পারবে। তিনি আরো জানান, কেউ যদি লাইসেন্স ছাড়া মেট্রোরেল চালান তার ১০ বছর কারাদণ্ড অথবা এককোটি টাকা জরিমানা হবে। অনুমোদন ছাড়া চালালেও একই দণ্ড হবে। এছাড়া বিনা টিকিটে ভ্রমণ করলে ভাড়ার দশ গুণ জরিমানা অথবা ৬ মাসের কারাদণ্ড হবে।

Comments are closed.

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud