পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

বড় ডিসপ্লের লুমিয়া আনছে নকিয়া

Posted on May 12, 2013 | in তথ্যপ্রযুক্তি | by

nokiaশিগগিরই উইন্ডোজ ফোন ৮ অপারেটিং সিস্টেমনির্ভর একটি বড় মাপের ডিসপ্লেযুক্ত স্মার্টফোন আনতে পারে নকিয়া। যুক্তরাষ্ট্রের প্রযুক্তি বিশ্লেষকেরা ধারণা করছেন, ৪.৭ ইঞ্চি মাপের ডব্লিউভিজিএ স্ক্রিনের একটি স্মার্টফোন ‘লুমিয়া’ সিরিজে যুক্ত করতে পারে ফিনল্যান্ডের মুঠোফোন নির্মাতা প্রতিষ্ঠানটি। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে এনডিটিভি।

চীনের ওয়েবসাইট জিএসএম ইনসাইডারে প্রকাশিত একটি প্রতিবেদনে বলা হয়েছে, লুমিয়া ৬২৫ মডেলের মিড রেঞ্জ বা মাঝারি দামের এ স্মার্টফোনটিতে কোয়ালকমের স্ন্যাপড্রাগন চিপসেট ও ডুয়াল কোরের প্রসেসর ব্যবহূত হবে।
অবশ্য লুমিয়া মডেলের নতুন এ স্মার্টফোনটি নিয়ে নকিয়া আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য প্রকাশ করেনি। তবে লুমিয়া সিরিজে ৯২৮ মডেলের একটি হাই এন্ড স্মার্টফোন আনার কথা জানিয়েছে। প্রযুক্তি বিশ্লেষকেরা ধারণা করছেন, লুমিয়া ৯২৮ মডেলটির আন্তর্জাতিক সংস্করণ হতে পারে লুমিয়া ৯২৫।
এদিকে, প্রযুক্তি বিশ্লেষকেরা জানিয়েছেন, চলতি বছরে নকিয়া বেশ কয়েকটি নতুন মডেলের স্মার্টফোন আনতে পারে। এর মধ্যে রয়েছে বড় আকারের স্মার্টফোন বা ফ্যাবলেট। এ ছাড়াও নকিয়া পিওরভিউ বা ৪১ মেগাপিক্সেল সেন্সরযুক্ত একটি স্মার্টফোনও বাজারে আসতে পারে।
প্রযুক্তি বিশ্লেষকেরা জানিয়েছেন, স্মার্টফোন বাজার এখন অ্যাপল, স্যামসাং, এলজির দখলে। স্মার্টফোনের প্রতিযোগিতার বাজারে অবস্থান হারিয়েছে নকিয়া। স্মার্টফোন বাজারে অবস্থান ফিরে পেতে উইন্ডোজনির্ভর নানা মডেলের স্মার্টফোন বাজারে আনার পরিকল্পনা করেছে নকিয়া কর্তৃপক্ষ।

 

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud