পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শেখ হাসিনার শ্রদ্ধা

Posted on June 23, 2017 | in রাজনীতি, সারা দেশ | by

প্রতিবেদক : আওয়ামী লীগের ৬৮ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। শুক্রবার (২৩ জুন) সকাল ৯টার দিকে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান তিনি। এ সময় দলীয় মন্ত্রিপরিষদের সদস্য ও আওয়ামী লীগের সিনিয়র নেতারা সেখানে উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, আজ ২৩ জুন শুক্রবার আওয়ামী লীগের ৬৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী। ১৯৪৯ সালের এই দিনে পুরান ঢাকার ঐতিহ্যবাহী রোজ গার্ডেনে আওয়ামী লীগের যাত্রা শুরু। পরিণত হয় দেশের প্রধান রাজনৈতিক দলে। এদেশের আন্দোলন-সংগ্রামের গৌরবোজ্জ্বল ঐতিহ্যের ধারক ও বাহক দলটি। দেশের স্বাধীনতা অর্জনে আওয়ামী লীগ অগ্রণী ভূমিকা পালন করে।
দলটি এদেশের সুদীর্ঘ রাজনীতি এবং বাঙালি জাতির আন্দোলন-সংগ্রামের গৌরবোজ্জ্বল ঐতিহ্যের ধারক ও বাহক। প্রাচীন ও ঐতিহ্যবাহী এ দলটির নেতৃত্বেই এদেশের স্বাধীনতা অর্জিত হয়। ১৯৪৯ সালের এই দিনে প্রতিষ্ঠিত হয় দলটি। দলটির প্রবীণ এবং নবীন নেতাদের দৃষ্টিতে ঐতিহ্যবাহী এ সংগঠনের একাল-সেকাল তুলে ধরা হল।

টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুর রহমান ফারুক প্রায় ৬০ বছর আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সংশ্লিষ্ট। মুক্তিযুদ্ধ করেছেন দেশের হয়ে। আওয়ামী লীগ থেকে এমপি হয়েছেন। তার দৃষ্টিতে এখনকার আওয়ামী লীগ নেতারা ভোগের রাজনীতি করেন। তিনি বলেন, ‘আমাদের সময়ের আওয়ামী লীগের রাজনীতি ছিল ত্যাগের। এখন রাজনীতি হলো ভোগের। আমাদের রাজনীতি ছিল ত্যাগের। ত্যাগের রাজনীতিই ছিল আমাদের ভোগ। আনন্দ-উৎসব। ত্যাগকেই ভোগ বলে বুঝতাম। প্রবীণ এই নেতা আরও বলেন, একটি শ্রেণি এখন আওয়ামী লীগ করেন পাওয়া-খাওয়ার জন্যেই। এদিক থেকে চিন্তা করলে এখন আওয়ামী লীগ পেছনের দিকে গিয়েছে, তাছাড়া সব ঠিকই আছে।’

ফারুক আরও বলেন, ‘আগের আওয়ামী লীগের নেতাদের রাজনীতি ছিল মাইলের পর মাইল পায়ে হেঁটে জনসংযোগ করা। নির্বাচনের প্রচারণাও করা হত পায়ে হেঁটে। এখনকার নেতারা গাড়ি চড়ে রাজনীতি করেন। আগের আওয়ামী লীগের রাজনীতি ছিল নীতি-নৈতিকতার। এখনকার রাজনীতিতে এগুলোর অনুপস্থিতি রয়েছে।’

কুড়িগ্রাম জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাফর আলী। প্রবীণ এ রাজনীতিকের দৃষ্টিতে আওয়ামী লীগের এখনকার নেতাদের রাজনীতি হল ভোগের। তবে দলটির রাজনীতি এখনও জনগণমুখী। তিনি বলেন, ‘পরিবর্তনের ধারায় চলছে আওয়ামী লীগ। তবে তিনি আফসোস করে বলেন, আগের আওয়ামী লীগের রাজনীতি ছিল আদব-কায়দার, এখন এগুলো নাই বললেই চলে।’
নোয়াখালী জেলা আওয়ামী লীগের সভাপতি প্রবীণ রাজনীতিক অধ্যক্ষ খাইরল আনাম সেলিম বলেন, ‘পরিবর্তন হচ্ছে আওয়ামী লীগের রাজনীতি। পুরনোকে আঁকড়ে থাকলে হবে না। তিনি বলেন, এখন বিবেচনায় নিতে হবে পরিবর্তনের কোন ধারাটি দলের জন্যে ক্ষতিকর, কোনটি উপকারি।’

আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তরুণ নেতা খালিদ মাহমুদ চৌধুরী বাংলা বলেন, ‘আওয়ামী লীগ বয়সে ৬৮ হলেও কর্মকাণ্ডে এখনও তরুণ। আওয়ামী লীগ মানে স্বাধীনতা, আওয়ামী লীগ মানে গণতন্ত্র, আওয়ামী লীগ মানে মায়ের ভাষা, আওয়ামী লীগ মানে উন্নত সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণের ভাবনা। আওয়ামী লীগ হল নতুনদের দল নতুন প্রজন্মের হাতে দায়িত্ব তুলে দেওয়ার দল।’

আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক নবীন রাজনীতিক দেলোয়ার হোসেন বলেন, ‘আওয়ামী লীগের রাজনীতি হল জনগণের। এ দলটির ভবিষ্যত রাজনীতি হতে হবে মানুষের সঙ্গে আরও বেশি সম্পৃক্ত হওয়া। শিক্ষিত সমৃদ্ধ আধুনিক বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন নিয়ে আমরা রাজনীতি করবো দলটিকে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাবো। তিনি বলেন, আওয়ামী লীগ মানে আধুনিক রাজনীতির কলা কৌশল।’
দলটির উপ-দফতর সম্পাদক ও নবীন নেতা বিপ্লব বড়ুয়া বলেন, ‘আওয়ামী লীগের রাজনীতি মানে আধুনিক মনস্কদের কাছে গর্বের বিষয়। এ ভূখণ্ডে আওয়ামী লীগ জনগণের জন্যে এত কিছু দিয়েছে আর কোনও রাজনীতিক দলের এ সুযোগ আসেনি। আওয়ামী লীগ এমন একটি সংগঠন কখনও পুরাতন হবে না। বঙ্গবন্ধু বার বার মানুষের কাছে ফিরে আসবে। আওয়ামী লীগও টিকে থাকবে। তিনি বলেন, জনগণের কাছে দেওয়া অঙ্গীকার থেকে এ দলটি কখনও বিচ্যুত হয়নি। তাই জনগণের কাছে এ দলের আবেদন কমবে না।’

Comments are closed.

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud