পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

ফেসবুকে শিগগিরই আসছে ‘ডিসলাইক’ অপশন

Posted on September 16, 2015 | in তথ্যপ্রযুক্তি | by

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কোনকিছু পছন্দ হলে সাথে সাথেই ‘লাইক’। আর অপছন্দ হলে ছিলনা ‘ডিসলাইক’ অপশন। ফেসবুক ব্যবহারকারীদের অনেকেই এতদিন এ বিষয়টির অভাববোধ করেছেন।fb-dislike_324776

বিষয়টি নিয়ে ফেসবুক কর্তৃপক্ষও বেশ কিছুদিন আগেই ভাবনা-চিন্তার কথা জানিয়েছিল। এবার ফেসবুক নিশ্চিত করল তারা শিগগিরই নিয়ে আসছে ‘ডিসলাইক’ অপশন। অর্থাৎ এখন আর মন্তব্য করে বোঝাতে হবে না। ‘লাইক’ বাটনের মতই ‘ডিসলাইক’ বাটনে ‘ক্লিক’ করলেই হবে।
ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গ বলছেন, ডিসলাইক অপশনের দাবি দীর্ঘদিনের। শিগগিরই এটি চালু করা হবে।
সামাজিক যোগাযোগের এই জনপ্রিয় ওয়েবসাইটটির প্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গ এমনটাই জানিয়েছেন।
মঙ্গলবার ফেসবুকের সদরদপ্তরে আয়োজিত এক প্রশ্নোত্তর সেশনে ৩১বছর বয়সী জুকারবার্গ বলেন, অনুভূতি প্রকাশের একটি মাধ্যম হিসেবে এই ডিসলাইক অপশনটি চালু করা হচ্ছে।
তিনি জানান, খুব শিগগিরিই ব্যবহারকারীরা নিজেরাই এটি যাতে প্রয়োগ করতে পারে সে ব্যাপারে কর্তৃপক্ষ অনেকটাই তৈরি।
২০০৯ সালে লাইক অপশনটি চালুর পর থেকে অনেক ব্যবহারীর পক্ষ থেকেই ডিসলাইক অপশন চালুর জন্য ধারাবাহিকভাবে অনুরোধ করে আসছিলেন।
জুকারবার্গ নিজেও বলেন, এই দাবিটি বেশ কয়েক বছর ধরেই ছিল এবং আজ একটি বিশেষ দিন কারণ আজ আমি নিশ্চিত করে জানাতে পারছি যে, এই বিষয়ে আমরা কাজ করছি। শিগগিরই এটি পরীক্ষামূলকভাবে চালু করা হবে। বিবিসি বাংলা।

Comments are closed.

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud