পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

ফাইনালে শচিন নেই

Posted on May 26, 2013 | in খেলাধুলা | by

sachin.jpg1ইডেনে রোববার আইপিএলের ফাইনাল নিয়ে বেশ জটিলতার মেঘ। যদি শেষ পর্যন্ত ভালোয় ভালোয় ম্যাচটা হয়ও, তাহলেও অনিশ্চিত শচিন টেন্ডুলকার। পুরোপুরি ফিট নন। ফলে তার খেলার সম্ভাবনা আপাতত বিশ বাঁও জলে। আর তাতেই মন খারাপ অর্জুন মিস্ত্রির।

গত ২৪ বছর ধরে যিনি ভারতীয় ক্রিকেটের জোয়াল বয়ে চলেছেন নিজের ব্যাটে, সেই শচিন টেন্ডুলকারের ব্যাটের গোলমাল হলেই ডাক পড়ে অর্জুন মিস্ত্রির। গত বছরের শেষদিকে একের পর এক ম্যাচে ব্যর্থ শচিন। ব্যাটে রান নেই। অবসর নিয়ে ক্রমান্বয়ে সমালোচকদের কটাক্ষের সম্মুখীন হচ্ছেন। এমন সময়ে ইডেনে ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজের তৃতীয় টেস্ট খেলতে নেমেছিলেন শচিন। ব্যাটে কিছু সমস্যা হওয়াতে ডাক পড়ে অর্জুন মিস্ত্রির। ব্যাটে খুচরো কিছু মেরামতির পর সেই ব্যাটেই শচিন ৭৬ রানের দারুণ একটা ইনিংস খেলেন ইডেন গার্ডেন্সে। কাকতালীয় হলেও সত্যি। অর্জুন মিস্ত্রির হাত ধরেই সেদিন রান এসেছিল শচিনের ব্যাটে। কেটে গেছিল ব্যাডপ্যাচ। নিজেই বলছিলেন, ‘শচিনের সঙ্গে প্রায় গত পনেরো বছর ধরেই আমার চেনাজানা। যখনই শচিন কলকাতায় আসেন, তখনই আমার সঙ্গে দেখা করেন। ওর ব্যাটে কোনো সমস্যা হলেই আমাকে ডাকেন। জানি না, এবার বোধহয় আর ওর খেলা হবে না এখানে।’ কে এই অর্জুন মিস্ত্রি?
পেশায় ছুতোর মিস্ত্রি। নিজেকে অবশ্য ইন্টিরিয়র ডেকরেটর বলতেই ভালোবাসেন অর্জুন। বয়স তিরিশ পেরিয়েছে। ছোটোখাটো ছাপোষা চেহারা। ইডেনে ম্যাচ থাকলে ইতিউতি দেখা মেলে। সিএবি’র হয়ে চুক্তিভিত্তিক কাজ করেন। অর্জুন মিস্ত্রি নামেই সকলে চেনে। সিএবি’তে আর পাঁচজন সাধারণ কর্মীর মতোই তাকেও বিশেষ একটা আমল দেন না কেউ। তবে শচিন টেন্ডুলকারের জন্যই একটু অন্যরকম অর্জুন মিস্ত্রি। ঝাড়খ-ের গিরিডিতে বাড়ি। কলকাতায় আছেন গত ২২ বছর ধরে। একাই থাকেন উলটোডাঙা মেন রোডে। মাস গেলে আয় হাজার ছয়েক টাকা। তাতে সংসার চলে?
পরিবারকে টাকা পাঠিয়ে যে এই টাকায় যথেষ্ট কষ্টেসৃষ্টেই চলতে হয়, তা বলছিলেন অর্জুন। শচিনের সঙ্গে শেষ দেখা শুক্রবার রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে মুম্বাই ইন্ডিয়ান্সের ম্যাচে। সেই ম্যাচে শচিন না খেলায় মনটা খারাপ ছিলই। তার ওপর রোববারও শচিনের না খেলার সম্ভাবনা, শুনে বেশ মুষড়ে পড়েছেন অর্জুন। বলছিলেন, ‘জানি না আবার কবে দেখা হবে। কাল উনি খেললে ভালো হতো। তবে না খেললেও একবার দেখা করার চেষ্টা করব।

 

 

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud